Shah Rukh Khan

আরিয়ানের গ্রেফতারির পর থেকে মুখ দেখাননি! এত দিনে কী ভাবে রাগ ভাঙল শাহরুখ খানের?

২০২১ সালে মাদকযোগে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ানকে। সেই সময় আরিয়ানের এই ঘটনা যেই ভাবে ছবিশিকারিরা ক্যামেরাবন্দি করেছিলেন, তা নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না শাহরুখ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৪:২৩
Share:

আরিয়ানের গ্রেফতারির পর থেকে রেগে ছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

অবশেষে রাগ ভাঙল শাহরুখ খানের? পুত্র আরিয়ান খানের গ্রেফতারের ঘটনার পর থেকে শাহরুখ নাকি রেগে ছিলেন ছবিশিকারিদের উপর। অবশেষে নাকি ঠান্ডা হয়েছেন বলিউডের বাদশাহ।

Advertisement

২০২১ সালে মাদকযোগে এক প্রমোদতরণী থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। সেই ঘটনা যে ভাবে ক্যামেরাবন্দি করেছিলেন ছবিশিকারিরা, তা মোটেও ভাল চোখে দেখেননি শাহরুখ। সংশোধনাগারে যে দিন ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সে দিনও ছবিশিকারিদের ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন শাহরুখ। সরাসরি কারও সঙ্গে দুর্ব্যবহার করতে কখনও দেখা যায়নি অভিনেতাকে। কিন্তু আরিয়ানের ঘটনার পর থেকেই ছবিশিকারিদের সঙ্গে সরাসরি কথা বলা বন্ধ বাদশাহের। ক্যামেরার সামনে এসে এলেও মুখ দেখাননি এক ঝলকও। শাহরুখের মুখ ঢাকা থেকেছে কখনও ছাতায়, কখনও আবার বড় হুডি জ্যাকেটে। অবশেষে নাকি রাগ ভেঙেছে তাঁর।

মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরায় অবশেষে ধরা দেন শাহরুখ। ছাতা বা হুডিতে তাঁর মুখ ঢাকা ছিল না। খোলা মুখেই ক্যামেরার দিকে তাকান তিনি। এমনকি বিমানবন্দরে ছবিশিকারি ও অনুরাগীদের সঙ্গে কথাও বলেন তিনি। ২০২১-এর পর থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেননি শাহরুখ। তাই মঙ্গলবার রাতের ঘটনায় খুশি ছবিশিকারিরা। মুম্বইয়ের ছবিশিকারি নিজেই সংবাদমাধ্যমকে জানান, শাহরুখ বেশ চটে ছিলেন।

Advertisement

ওই ছবিশিকারির কথায়, “ওঁর (শাহরুখ) সঙ্গে কথা বলে বুঝেছি, তিনি সন্তানদের খুব ভালবাসেন। আমারও তো সন্তান আছে। মানুষ যদি আমার সন্তানদের নিয়ে খারাপ বা নেতিবাচক কথা বলেন তা হলে আমারও একই ভাবে খারাপ লাগত। ওই সময়ে শাহরুখ কিন্তু বেশ ভেঙে পড়েছিলেন। আমরা সেটা গুরুত্ব দিইনি তখন। আমরা শুধু আক্ষেপ করে গিয়েছি শাহরুখ ছবি তুলছেন না বলে। তিনি সত্যিই রেগে ছিলেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement