সলমনের সঙ্গে আর ছবি করবেন না শাহরুখ!

কর্ণ-অর্জুনের দুই ভাইকে আবার একসঙ্গে দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে বলিউড-সহ সারা দেশের কয়েক লক্ষ মানুষ। কেনই বা অপেক্ষা করবেন না তাঁরা! এই জামানায় বলিউড দুনিয়ার সবচেয়ে বড় নাম বলতে তো এই দু’জনই। হ্যাঁ, আমি শাহরুখ-সলমনের কথাই বলছি।

Advertisement
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ১৪:০৯
Share:

কর্ণ-অর্জুনের দুই ভাইকে আবার একসঙ্গে দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে বলিউড-সহ সারা দেশের কয়েক লক্ষ মানুষ। কেনই বা অপেক্ষা করবেন না তাঁরা! এই জামানায় বলিউড দুনিয়ার সবচেয়ে বড় নাম বলতে তো এই দু’জনই। হ্যাঁ, আমি শাহরুখ-সলমনের কথাই বলছি। ছবির পোস্টারে শাহরুখ বা সলমনের নাম থাকলেই ছবি ‘হাউজফুল’, বক্স অফিসে ছবিটির নামের পাশে কাঁড়ি কাঁড়ি টাকার মুনাফা।

Advertisement

উদাহরণ এ বছরেই তো পেয়েছি আমরা। ছবির গল্প মৌলিক নয়, চিত্রনাট্যেও তেমন কিছু নেই। শুধুই সলমন আর তাতেই দেশ-বিদেশের বক্স অফিস মিলিয়ে প্রেম রতন ধন পায়ো ছবির মোট আয় ৪৩২ কোটি টাকা পেরিয়েছে। আর বজরঙ্গী ভাইজান ছবিটির দেশ-বিদেশ মিলিয়ে মোট আয় ৬২৬ কোটি টাকা। আর দিন দশেক আগে মুক্তি পাওয়া শাহরুখের দিলওয়ালে ছবিটির এখনও পর্যন্ত মোট আয় ২৭৩.৫ কোটি টাকা। তাহলেই ভেবে দেখুন দু’জনে এক সঙ্গে একই ছবিতে থাকলে ছবির আয় কোথায় গিয়ে পৌঁছবে! আর এটা তো বলে দেওয়ার কোনও প্রয়োজনই যে ছবিটির অন্তত প্রথম ১৫ দিন ‘হাউজফুল’ যাবেই।

অনেক দিন ধরেই নানা কারণে নিজেদের মধ্যে দূরত্ব রেখে চলছিলেন এই দুই মহাতারকা। একটা সময় এটা ধরেই নেওয়া হয় যে ‘কর্ণ-অর্জুন’ দু’জন দু’জনকে মোটেই পছন্দ করেন না। তাই একে অপরকে নানা ছুতোয় এড়িয়ে চলেন। কিন্তু সম্প্রতিকালে একে অপরের ছবির প্রচারে, ইফতার পার্টিতে, ‘বিগ বস’-এর মঞ্চে বারবার একসঙ্গে দেখা গিয়েছে এই দু’জনকে। ব্যাস! বলিটাউনে আবার শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। এই দুই মহাতারকার অগনিত ফ্যান আবার বলতে শুরু করে দিয়েছেন “মেরে কর্ণ-অর্জুন আয়েঙ্গে”। কিন্তু হায়! সে তো হওয়ার আর কোনও সম্ভাবনাই রইল না।

Advertisement

কারণ, সম্প্রতি একটি সাক্ষাত্কারে সয়ং এসআরকে জানিয়েছেন "একসঙ্গে ছবিতে কাজ করার কোন ধরনের পরিকল্পনাই নেই।” তিনি এর সঙ্গে তিনি যোগ করেন, “আপনারা যদি আমাদের ক্যালেন্ডার দেখেন, সেখানে কোনও খালি জায়গা নেই একসঙ্গে অন্য কোনও ছবি করার। বিশেষ করে আমার আমার ক্যালেন্ডারে আর কোনও ফাঁকা জায়গা নেই। আমি নিশ্চিত, সলমনও ব্যস্ত। ও এখন ‘সুলতান’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এর পর আরও একটা ছবিতে কাজ শুরু করার কথা।” তাই আরও একটা বছরের জন্য এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে এক সঙ্গে কোনও ছবিই করবেন না শাহরুখ-সলমন।

২০০২-এ মুক্তি পাওয়া ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবিতে শেষ এক সঙ্গে দেখা গিয়েছিল এই দু’জনকে। তার পর পেরিয়ে গিয়েছে তেরো বছর। বলিউড আবার কবে দেখবে দুই মহাতারকাকে এক সঙ্গে? মেরে কর্ণ-অর্জুন কব আয়েঙ্গে!!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন