বিয়েতে শাহিদের পছন্দ বনেদি ‘লুক’

তাঁর প্রেম কাহিনি এক সময় বি-টাউনের শিরোনামের দখল নিয়েছিল। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে বেশ কিছু চড়াই-উত্‌রাইয়ের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শাহিদ কপূর। দিল্লিবাসী মীরা রাজপুত শাহিদের হবু বউ। আগামী ৭ জুলাই চার হাত এক হওয়ার আগে এখন দু’তরফেই চলছে সাজগোজের ড্রেস রিহার্সাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ১৫:৩৪
Share:

তাঁর প্রেম কাহিনি এক সময় বি-টাউনের শিরোনামের দখল নিয়েছিল। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে বেশ কিছু চড়াই-উত্‌রাইয়ের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শাহিদ কপূর। দিল্লিবাসী মীরা রাজপুত শাহিদের হবু বউ। আগামী ৭ জুলাই চার হাত এক হওয়ার আগে এখন দু’তরফেই চলছে সাজগোজের ড্রেস রিহার্সাল।

Advertisement

যতই হোক, বিয়ে প্রত্যেকের জীবনেই একটি বিশেষ ঘটনা! আর সেই বিশেষ দিনে বিশেষ ভাবে সেজে ওঠার চাহিদা সাধারণ মানুষের মতো সেলিব্রিটিদেরও কম নয়। শাহিদের ব্যক্তিগত স্টাইলিস্ট এবং খুব কাছের বন্ধু কুণাল রাওয়ালই বর সাজানোর দায়িত্ব নিয়েছেন। বাবা পঙ্কজ কপূর এবং শাহিদের দুই ভাই ইশান এবং রুহানেরও পোশাক তৈরি করেছেন কুণাল।

সূত্রের খবর, বিয়ের দিন শাহিদের পছন্দ ‘ক্লিন, ক্লাসিক, ম্যানলি’। অর্থাত্ পরিচ্ছন্ন বনেদি পোশাকে পুরুষালি ‘লুক’ পছন্দ তাঁর। মনে করা হচ্ছে, সেলাই করা প্যান্টের সঙ্গে গলা বন্ধ স্যুট বা আচকান, অথবা স্লিম ফিট স্যুটেও দেখা যেতে পারে শাহিদকে। সম্প্রতি দুবাই থেকে বেশ কিছু জুতো কিনেছেন নায়ক। বিয়েতে সেই জুতোই পরবেন তিনি। প্রসঙ্গত, ডিজাইনার হিসাবে পুরুষদের পোশাক তৈরিতে কুণালের নাম প্রথম সারিতে রয়েছে। গত ২৬ জুন মুম্বইতে অভিনেতা অর্জুন কপূরের ‘সারপ্রাইজ বার্থ ডে পার্টি’-তেও পোশাক পরিকল্পক ছিলেন কুণাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement