Entertainment News

মীরার একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলেন শাহিদ

সব কিছু ঠিক থাকলে আর দিন কয়েকের মধ্যেই মা হবেন মীরা রাজপুত। গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে শাহিদ কপূর তাঁর ‘বেবি ওয়াইফ’কে আগলে রেখেছেন। বিভিন্ন সময়ে মীরার নানা মুডের ছবিও পোস্ট করেছেন নায়ক। গতকাল খুব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন শাহিদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ১১:২৯
Share:

বিয়ের পর একটি অনুষ্ঠানে শাহিদ-মীরা।— ফাইল চিত্র।

সব কিছু ঠিক থাকলে আর দিন কয়েকের মধ্যেই মা হবেন মীরা রাজপুত। গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে শাহিদ কপূর তাঁর ‘বেবি ওয়াইফ’কে আগলে রেখেছেন। বিভিন্ন সময়ে মীরার নানা মুডের ছবিও পোস্ট করেছেন নায়ক। গতকাল খুব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন শাহিদ। দেখা যাচ্ছে মীরার বেবি বাম্পের ওপরই আলতো করে মাথা রেখেছেন শাহিদ। এই ছবি পোস্ট করার পরই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। অনেকে তো গেস করতেও শুরু করেছেন মীরার ছেলে হবে নাকি মেয়ে।

Advertisement

সূত্রের খবর, আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে শাহিদ কপুরের ‘রঙ্গুন’। সব ঠিক থাকলে তার আগেই পৃথিবীতে আসবে কপুর পরিবারের খুদে সদস্য। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন মীরা রাজপুত।

মীরার বয়স মাত্র ২২। সে অর্থে তাঁর আর্লি প্রেগন্যান্সি। তাই মীরার খাওয়ার যত্ন নিজে হাতে করেছেন শাহিদ। শুটিং বাদে প্রায় সব সময়ই মীরাকে সময় দিয়েছেন তিনি। সব মিলিয়ে আপাতত নতুন সদস্যের জন্য অপেক্ষা করছে গোটা কপূর পরিবার।

Advertisement

আরও পড়ুন, কার কাছে থেকে রাখি পরলেন দেব?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement