মীরার বাথরুমের ছবি শেয়ার করলেন শাহিদ!

‘বেবি ওয়াইফ’ বাথরুমে। আর সেই ছবিই কিনা সোশ্যাল সাইটে শেয়ার করে দিলেন শাহিদ কপূর! এমন ব্যক্তিগত ছবি কেন ‘ওপেন টু অল’ করে দিলেন বলিউডের হায়দার?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৩
Share:

মীরার সেই ছবি।— ইন্সটাগ্রামের সৌজন্যে।

‘বেবি ওয়াইফ’ বাথরুমে। আর সেই ছবিই কিনা সোশ্যাল সাইটে শেয়ার করে দিলেন শাহিদ কপূর! এমন ব্যক্তিগত ছবি কেন ‘ওপেন টু অল’ করে দিলেন বলিউডের হায়দার?

Advertisement

না! যেমন ভাবছেন তেমনটা নয়। সে আপনারা ছবিটা দেখলেই বুঝবেন। মীরা রাজপুত তখন বাথরুমে ছিলেন এটা সত্যি। কিন্তু তাঁর এমন কোনও ছবি শাহিদ শেয়ার করেননি যাতে মীরার অপমান হতে পারে।

ভাল অভিনেতা, ভাল নৃত্যশিল্পী হিসেবে শাহিদ তো বেশ জনপ্রিয় বি-টাউনে। মীরার এই ছবিটা ইন্সটাগ্রামে শেয়ার করার পর অনেকেই বলছেন, শাহিদ ভাল ফটোগ্রাফারও।

Advertisement

বিয়ের পর থেকেই নিজেদের সুখী দাম্পত্যের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন শাহিদ। তিনি নিজে মনে করেন, মীরার এই ছবিটা সেই অ্যালবামের একটা মূল্যবান সম্পদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement