মুখ সামলে থাকার পরামর্শ

বেফাঁস মন্তব্য তিনি আর করবেন না এ ব্যাপারে পণ করে ফেলেছেন শাহরুখ খান। ‘‘পরিবারকে কথা দিয়েছি অন স্টেজ মুখ সামলে চলব। আমার জন্য ওদের যেন আর সমস্যায় পড়তে না হয়,’’ বলছেন শাহরুখ।

Advertisement
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০০:৪৯
Share:

বেফাঁস মন্তব্য তিনি আর করবেন না এ ব্যাপারে পণ করে ফেলেছেন শাহরুখ খান। ‘‘পরিবারকে কথা দিয়েছি অন স্টেজ মুখ সামলে চলব। আমার জন্য ওদের যেন আর সমস্যায় পড়তে না হয়,’’ বলছেন শাহরুখ। অসহিষ্ণুতা বিতর্ক গত বছর শাহরুখকে তাড়া করে বেরিয়েছিল। সেই ঘটনার পর থেকেই তিনি সাবধানী। এর জন্য তাঁর বাচ্চাদেরও ভুগতে হয়েছে। শাহরুখের কথায়, ‘‘সময় বদলে গিয়েছে। মনে যা আছে, সেটা সব সময় প্রকাশ না করাই ভাল। কারণ কে কীভাবে নেবে আপনি জানেন না। মনের কথা বলতে হলে, বাথরুমে গিয়ে বরং বলা ভাল!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement