Entertainment News

কুড়ি বছর পর আবার ‘ব্রেথলেস’ গাইলেন শঙ্কর মহাদেবন

মোদী সরকারের বিভিন্ন প্রকল্পকেই এক নিঃশ্বাসে, এক সুরে বেঁধেছেন শঙ্কর মহাদেবন। টুইটে শঙ্কর লিখেছেন তাঁর এই গান নিরন্তর এগিয়ে চলা ভারতের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ১৯:০১
Share:

নিজের জন্য নয়, নতুন গানটি দেশের জন্য গেয়েছেন শঙ্কর মহাদেবন। ছবি: টুইটারের সৌজন্যে।

এক নিঃশ্বাসে দু মিনিট দশ সেকেন্ড। জাভেদ আখতারের কথামালায় সুর দিয়ে ‘ব্রেথলেস’ গান গেয়ে চমকে দিয়েছিলেন শঙ্কর মহাদেবন। বলিউডে জানান দিয়েছিলেন নিজের উপস্থিতি। সেটা ১৯৯৮ সালের কথা। বছর কুড়ি পর ব্রেথলেসের নতুন সংস্করণ নিয়ে হাজির তিনি।

Advertisement

সুরের জগতে কোনও নতুন শৃঙ্গ জয়ের কথা বলতে নয়, এ বার উপলক্ষটা আলাদা।

এ বার আর নিজের জন্য নয়, নতুন গানটি দেশের জন্য। মোদী সরকারের বিভিন্ন প্রকল্পকেই এক নিঃশ্বাসে, এক সুরে বেঁধেছেন শঙ্কর মহাদেবন।

Advertisement

টুইটে শঙ্কর লিখেছেন তাঁর এই গান নিরন্তর এগিয়ে চলা ভারতের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ।

আর ভারতের অগ্রগতির গান শোনাতে স্বাধীনতা দিবসকেই বেছে নিয়েছেন এই মিউজিক মায়েস্ত্রো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement