Saba Ali Khan

Sharmila Tagore: শর্মিলার মায়ের সঙ্গে রবীন্দ্রনাথের ছবি, সৌজন্যে সইফ-সহোদরা

প্রজন্মের পর প্রজন্ম রবি ঠাকুরের ভক্ত। নিজের দিদার সঙ্গে রবীন্দ্রনাথের ছবি দিয়ে সে কথাই প্রমাণ করলেন সাবা আলি খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ২২:০৭
Share:

সাবার সঙ্গে শর্মিলা

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি লতিকা দেবী। তাঁর কন্যা ইরা দেবী। ইরা দেবীর কন্যাই শর্মিলা ঠাকুর। আর তাঁর বড় কন্যা সাবা আলি খান। প্রজন্মের পর প্রজন্ম রবি ঠাকুরের ভক্ত। নিজের দিদার সঙ্গে রবীন্দ্রনাথের ছবি দিয়ে সে কথাই প্রমাণ করলেন সইফ আলি খানের বোন।

Advertisement

দিদাকে সইফ, সাবা, সোহা আলি খানেরা ‘লাল দিদি’ বলে ডাকতেন। তাঁর জন্মবার্ষিকীতে পুরনো ছবি পোস্ট করলেন সাবা। তাঁর সৌজন্যে মানুষ রবীন্দ্রনাথের পারিবারিক ছবির সন্ধান পেলেন।

রবীন্দ্রনাথ এবং ‘লাল দিদি’

কী রয়েছে ছবিতে?

Advertisement

সাদা জোব্বায় আরাম কেদারায় বসে রয়েছেন রবীন্দ্রনাথ। পাশে দাঁড়িয়ে সাবার ‘লাল দিদি’। ছবির নীচে সাবা লিখেছেন, ‘আমার দিদা… যাকে আমার ভালবেসে লাল দিদি বলে ডাকতাম।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement