Byomkesh Web Series

জঙ্গলে মৌমাছিদের কবলে টিম ব্যোমকেশ! সৃজিতের ওয়েব সিরিজ়ের শুটিংয়ে বিপত্তি

ব্যোমকেশ ওয়েব সিরিজের শুটিং করতে এখন মধ্যপ্রদেশে সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু কিছু স্টক ফুটেজ নিতে গিয়েই ঘটল বিপত্তি!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ২১:০৬
Share:

ব্যোমকেশ ওয়েব সিরিজ়ের শুটিং করতে বেশ কিছু দিন হল মধ্যপ্রদেশে সদলবলে পৌঁছে গিয়েছেন সৃজিত মুখাপাধ্যায়। —ফাইল চিত্র।

এক ব্যোমকেশ মধ্যপ্রদেশ ছেড়েছেন। অন্য ব্যোমকেশ পৌঁছে গিয়েছেন। কিন্তু শুটিংয়ের মাঝেই ঘটল বিপত্তি! মৌমাছি আক্রমণ করল দুর্গে!

Advertisement

ব্যোমকেশ ওয়েব সিরিজ়ের শুটিং করতে বেশ কিছু দিন হল মধ্যপ্রদেশে সদলবলে পৌঁছে গিয়েছেন সৃজিত মুখাপাধ্যায়। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু বুধবার জঙ্গলের মধ্যে কিছু শট নিতে গিয়ে হঠাই মৌমাছিদের পাল্লায় পড়ে ইউনিট। কোনও কারণ ছাড়াই বেশ একটা মৌমাছির দল ধেয়ে আসে ইউনিটের দিকে। সৃজিত এবং সিরিজ়ের ডিওপি সৌমিক হালদার-সহ ইউনিটের একাধিক ব্যক্তি মৌমাছির কামড়ে বেশ ক্ষতবিক্ষত! সৃজিতের কানে মৌমাছি হুল ফুটিয়েছে। সৌমিকের অবস্থা আরও শোচনীয়। ইউনিটের আরও কয়েকজনও বেশ নাজেহাল।

শুটিং করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার কথা মাঝেমধ্যেই শোনা যায়। কয়েক মাস আগে ওড়িশায় ‘বাঘাযতীন’ ছবির শুটিং করতে গিয়ে বাম চোখে চোট পেয়েছিলেন দেব। ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই ঘটেছিল বিপত্তি। এ বারে সৃজিতের ইউনিটেও মৌমাছিদের উপদ্রব। তবে শোনা যাচ্ছে শুধু মৌমাছি নয়, বাঘ-সহ আরও কিছু হিংস্র পশুর উপদ্রবও রয়েছে সেই জঙ্গলে। সব সামলে শুটিং করা রীতিমতো অ্যাডভেঞ্চার পরিণত হয়েছে।

Advertisement

আগামী অগস্ট মাসে মুক্তি পাবে সৃজিতের ব্যোমকেশ ওয়েব সিরিজ়। মুখ্য ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য ছাড়া রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সোহিনী সরকার। একই সময়ে দেবও তাঁর ব্যোমকেশ নিয়ে বড় পর্দায় আসছেন। আপাতত এই দুই ব্যোমকেশের টক্করের অপেক্ষায় দিন গুনছেন দর্শক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন