Entertainment News

শর্ট ফিল্মের হয়ে সওয়াল রাধিকার

রাধিকা আপ্তে বরাবরই জরা হট্‌কে। ভয়ডরহীন, স্পষ্টবাদী। মনের কথা মুখে আনতে বেশি দেরি করেন না। নানা সামাজিক বিষয়েই সরব তিনি। এ বার রাধিকা সওয়াল করলেন শর্ট ফিল্মের হয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১২:৪০
Share:

রাধিকা আপ্তে বরাবরই জরা হট্‌কে। ভয়ডরহীন, স্পষ্টবাদী। মনের কথা মুখে আনতে বেশি দেরি করেন না। নানা সামাজিক বিষয়েই সরব তিনি। এ বার রাধিকা সওয়াল করলেন শর্ট ফিল্মের হয়ে। বলিউডের অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে শর্ট ফিল্মও থাকা উচিত বলে মত রাধিকার।

Advertisement

চিরাচরিত বলি-হিরোইনদের ধাঁচে নন, কেরিয়ারে একের পর এক ঝুঁকি নিয়েছেন রাধিকা। থিয়েটারের আঙিনা ছাড়িয়ে বলিউডে পা রাখার পর সেখানেই টিকে থাকেননি। বরং বেশ ঝুঁকি নিয়েই পা রেখেছেন বাংলা, মরাঠি, তামিল, তেলুগু ফিল্মে। সফলও হয়েছেন। সুজয় ঘোষের শর্ট ফিল্ম ‘অহল্যা’য় তো তিনি খুব ভাল কাজ করেছেন।

রাধিকা মনে করেন, স্বল্পদৈর্ঘ্যের ফিল্মের শিল্পীদের প্রাপ্য পরিচিতি মেলে না। তা ছাড়া, বলিউড সব ধরনের শিল্পীদেরই তো পুরস্কার জোটে। কেবলমাত্র শর্ট ফিল্মের কলাকুশলীরাই নাকি কল্কে পান না। রাধিকার মতে, ফিল্মি অ্যাওয়ার্ডে শর্ট ফিল্মের মতো আরও একটা ক্যাটেগরি যোগ হলে এর জনপ্রিয়তা বাড়বে। আর দেশীয় দর্শকেরাও বিভিন্ন বিষয়ের ফিল্ম দেখতে পারবেন।

Advertisement

আরও পড়ুন

দেখুন সেই বিখ্যাত চা-ওয়ালাকে নিয়ে প্রথম মিউজিক ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন