Health Updates Of Shraddha kapoor

নাড়তে পারছেন না পা, তবু সেটে শ্রদ্ধা! চিকিৎসকের পরামর্শ না শুনেই শুটিং করছেন নায়িকা?

নাচের দৃশ্যে ভারসাম্য রাখতে না পেরে এক পায়ের উপরে শরীরের ভার পড়েছিল। খবর, তার থেকেই নাকি এই বিপত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১১:৫৬
Share:

শুটিং করতে গিয়ে আহত শ্রদ্ধা কপূর। ছবি: সংগৃহীত।

চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। শ্রদ্ধা কপূর সে কথা শুনছেন কই? প্রযোজকের যাতে ক্ষতি না হয়, সে কথা চিন্তা করে গুরুতর আহত অবস্থাতেই ‘ঈথা’ ছবির শুটিং করছেন নায়িকা!

Advertisement

রবিবার শ্রদ্ধা সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে কিছু ক্ষণ সময় কাটান। তখনই কথাপ্রসঙ্গে জানান, কেমন আছেন তিনি। কী হয়েছে তাঁর। নায়িকার কথায়, “ভাল আছি। পা ভাঙেনি। পেশিতে গুরুতর চোট পেয়েছি। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আশা করি, সকলের শুভেচ্ছায় দ্রুত সুস্থ হয়ে উঠব।” শ্রদ্ধার ভিডিয়োবার্তার নীচে তখন শুভেচ্ছা, ভালবাসার বানভাসি।

এ দিকে প্রযোজনা সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরেই নায়িকার শারীরিক অবস্থার কথা ভেবে নাসিকের শুটিং বাতিল করে দেন পরিচালক লক্ষ্মণ উটেকর। কিন্তু শ্রদ্ধা সকলের কথা ভেবে শুটিং জারি রাখার অনুরোধ জানান। তিনি এ-ও অনুরোধ জানান, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে পারবেন। তিনিও চুপচাপ বসে থাকতে চাইছেন না।

Advertisement

কী করে দুর্ঘটনা ঘটল? সে প্রসঙ্গেও জানিয়েছেন নায়িকা। ‘ঈথা’ ছবির শুটিংয়ে গানের দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছিল। অজয়-অতুলের সুর দেওয়া গানে লাবণী নাচের প্রয়োজনে ভারী গয়না, পোশাকে সেজেছিলেন নায়িকা। দ্রুত লয়ের গানের সঙ্গে নাচতে নাচতে হঠাৎই ভারসাম্য হারান। শরীরের ভার পড়ে তাঁর বাঁ পায়ের উপরে।

সঙ্গে সঙ্গে মেঝেয় পড়ে যান শ্রদ্ধা। বাঁ পায়ে জোরে আঘাত লাগে। পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। খবর ছড়িয়ে পড়ে, পা ভেঙে গিয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement