টানা ৭২ ঘণ্টা কাজ করে রেকর্ড শ্রদ্ধার!

ধন্যি মেয়ে বটে! টানা ৭২ ঘণ্টা কাজ করে রেকর্ড গড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। একসঙ্গে ‘বাগী’ এবং ‘রক অন টু’-এই দুটি ছবিতে অভিনয় করছেন নায়িকা। ব্যাঙ্ককে এখন চলছে ‘বাগী’-র শুটিং।

Advertisement
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৯
Share:

ধন্যি মেয়ে বটে! টানা ৭২ ঘণ্টা কাজ করে রেকর্ড গড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। একসঙ্গে ‘বাগী’ এবং ‘রক অন টু’-এই দুটি ছবিতে অভিনয় করছেন নায়িকা। ব্যাঙ্ককে এখন চলছে ‘বাগী’-র শুটিং। আবার তার মধ্যেই একটি ব্র্যান্ডের প্রচারের জন্য তাঁর সাংবাদিক সম্মেলনও করার কথা ছিল। সে জন্য ব্যাঙ্ককে সারা রাত শুটিং করে মুম্বইয়ের বিমান ধরেন তিনি। তাঁর মুখপাত্র জানিয়েছেন, ‘‘ব্র্যান্ড কমিটমেন্ট ছিল। তাই কয়েক ঘণ্টার জন্য মুম্বই গিয়েছিলেন শ্রদ্ধা।’’ মুম্বইতে ব্র্যান্ডের জন্য সাংবাদিক সম্মেলন সেরেই ফের ব্যাঙ্ককের বিমান ধরেন তিনি। আসলে তাঁর জন্য ছবির কাজ থেমে থাকুক তা একেবারেই চাননি নায়িকা। গোটা বলিউ়ড বলছে, ডেডিকেশন বোধহয় একেই বলে! শ্রদ্ধার ‘বাগী’ এবং ‘রক অন টু’-দুটি ছবিই আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement