Shreya Ghoshal

‘শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারছি’, কেন জন্মাষ্টমীর আগেই আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্রেয়া ঘোষাল?

বর্তমানে গানের জগতের শ্রেষ্ঠ তারকাদের মধ্যে অন্যতম তিনি। কিন্তু পেশার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সফল তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৭:৫৭
Share:

শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেছেন শ্রেয়া ঘোষাল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে বাস করেন স্বয়ং সরস্বতী। যে কোনও গান যেন তাঁর কণ্ঠে অনায়াসে ভেসে যায়। অনুরাগীদের মতে, শ্রেয়ার গান অনায়াসেই ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। কিন্তু শ্রেয়া নিজের পুত্রের মধ্যে খুঁজে পেয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণকে। নিজেই জানালেন গায়িকা।

Advertisement

বর্তমানে গানের জগতের শ্রেষ্ঠ তারকাদের মধ্যে তিনি অন্যতম। পেশার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সফল। স্বামী ও পুত্রের সঙ্গে সংসারের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন শ্রেয়া।

তেমনই একটি ছবি ভাগ করে নিলেন জন্মাষ্টমীর আগে। পরনে কমলা পাঞ্জাবি ও পাজামা, মাথায় বাঁধা রঙচঙে ফেট্টির সঙ্গে জোড়া ময়ূরের পালক। হাতে বাঁশি। ঠিক যেন ছোট্ট কৃষ্ণ। পুত্রকে এই ভাবেই সাজিয়েছেন শ্রেয়া। গায়িকা নিজে পরেছেন হালকা গোলাপি ও গাঢ় সবুজের মিশেলে একটি জমকালো পোশাক। সঙ্গে মানানসই গয়না।

Advertisement

জন্মাষ্টমী উপলক্ষে একটি গানের ভিডিয়ো শুটের নেপথ্যের কিছু মুহূর্ত তুলে ধরেছেন তিনি। সেখানেই একটি জায়গায় দেখা যাচ্ছে, নিজের পুত্রকে দেখে কেঁদে ফেলছেন শ্রেয়া। গায়িকা জানিয়েছেন, পুত্রকে এই বেশে দেখে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পেরেছেন।

শ্রেয়া লিখেছেন, “আমি ভেবেছিলাম, পুত্রের মুখের সমস্ত অভিব্যক্তি আমার জানা। কিন্তু কানহার বেশে ওকে দেখার পরে আমার সেই ধারণা বদলে গিয়েছে।” কেন পুত্রকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন শ্রেয়া?

গায়িকা লেখেন, “দেবায়ন সেই দিন সেটে আমাকে অবাক করে দিয়েছিল। এই ভিডিয়োতে ওর থাকার কথাই ছিল না। কিন্তু ওর বাবা ওকে এই পোশাকে ছোট্ট কানহার বেশে সাজিয়ে দিয়েছেন। এই ভাবে ও সেটে প্রবেশ করার পরেই আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আনন্দে আমার চোখে জল এসে যায় ওকে দেখে। সেই দিন আমি নিজের চার পাশে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেছিলাম। এই মুহূর্ত সারা জীবন আমার মনে থেকে যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement