ভাল অভিনয়ের জন্য

‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবিতে অভিনয়ের আগে সিদ্ধার্থ সহকারী নির্দেশকের কাজ করেছিলেন কর্ণ জোহরের ‘মাই নেম ইজ খান’-এ। সেই ছবির কাজ চলাকালীনই নাকি শাহরুখ এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতায় টিকে থেকে সফল হওয়ার টিপ্‌স দিয়েছেন সিদ্ধার্থকে।

Advertisement
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৩
Share:

বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মেন্টর হিসেবে যে খানদের নাম উঠে আসবে, এ নতুন কথা নয়। শাহরুখ, সলমন, আমির— তিন জনের হাত ধরেই ডেবিউ করেছেন অনেকে। তবে প্রথম অভিনয় এই তিন অভিনেতার কারও সুবাদে না হলেও, সিদ্ধার্থ মলহোত্র কিন্তু শাহরুখ খানকেই নিজের মেন্টর বলে মনে করেন।

Advertisement

‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবিতে অভিনয়ের আগে সিদ্ধার্থ সহকারী নির্দেশকের কাজ করেছিলেন কর্ণ জোহরের ‘মাই নেম ইজ খান’-এ। সেই ছবির কাজ চলাকালীনই নাকি শাহরুখ এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতায় টিকে থেকে সফল হওয়ার টিপ্‌স দিয়েছেন সিদ্ধার্থকে। সম্প্রতি সিদ্ধার্থ বলেন, ‘‘কী ভাবে অভিনয়ের প্রতিটা খুঁটিনাটির দিকে খেয়াল রাখতে হয়, নিজেকে কোনও চরিত্রের মধ্যে ডুবিয়ে দিতে হয় আর সাধারণ সরঞ্জাম ব্যবহার করে অভিনয় করতে হয়— সে বিষয়ে শাহরুখ বুঝিয়েছিলেন। ওই সময়টাই আমার জীবনের সেরা ফিল্ম স্কুল।’’ শাহরুখকে ধন্যবাদ দিতে ভোলেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement