শিলাজিতের কাণ্ড

ভরদুপুরে শহরের একটি নামকরা রেস্তরাঁয় লাঞ্চ করতে গিয়ে কাণ্ড ঘটালেন শিলাজিৎ।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

শিলাজিৎ

ভরদুপুরে শহরের একটি নামকরা রেস্তরাঁয় লাঞ্চ করতে গিয়ে কাণ্ড ঘটালেন শিলাজিৎ। বৃহস্পতিবার, গোটা রেস্তরাঁয় তখন দুপুরের খাওয়ার জন্য ভিড় জমিয়েছেন মানুষ। তাঁদের সামনেই হঠাৎ ফাঁকা টেবিলে উঠে সটান শুয়ে পড়লেন তিনি। আশপাশের সকলে অবাক! কিন্তু শিলাজিতের ভ্রুক্ষেপ নেই। এক ব্যক্তি সেই ছবি তুলে ফেসবুকে পোস্টও করেছিলেন। তাতে সমালোচনার বন্যা বয়ে যায়। সেই ব্যক্তি ফেসবুকে এটাও লেখেন , ‘‘সেলেব্রিটি হঠাৎ আমাদের দিকে পা তুলে টেবিলে শুয়ে পড়েন। দুঃখিত, এই দৃশ্যের পরে খাওয়া শেষ করা গেল না!’’ আর এক জন ঠাট্টা করে মন্তব্য করেন, ‘‘ঘুম পেয়েছে, বাড়ি যা!’’ কেউ লিখেছেন, ‘‘বাজারদর নেই! তাই এ সব করছেন।’’ কিন্তু শিলাজিৎ কী বলছেন? ‘‘আমি তো আমার নতুন ছবির প্রচার করছিলাম,’’ বক্তব্য তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement