পবনদীপ রাজনের জন্য প্রার্থনায় অরুণিতা কাঞ্জিলাল। ছবি: ফেসবুক।
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত গায়ক পবনদীপ রাজন। দিল্লির একটি প্রথম সারির হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সোমবার সন্ধ্যা সাতটা থেকে ছ’ঘণ্টার একটি অস্ত্রোপচার হয়েছে, জানিয়েছে গায়কের সহযোগী দল। এক লিখিত বিবৃতিতে গায়কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাঁর একাধিক হাড় ভেঙেছে। এ ছাড়াও, চোট-আঘাত রয়েছে। তিন-চার দিন পরে আরও একটি অস্ত্রোপচার হতে পারে। পুরোটাই নির্ভর করবে পবনদীপের শারীরিক অবস্থার উপর।
পবনদীপের খুব ভাল বন্ধু অরুণিতা কাঞ্জিলাল। তিনি কি হাসপাতালে দেখতে গিয়েছেন তাঁকে?
জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। গায়িকা গান রেকর্ডিংয়ে ব্যস্ত। বদলে কথা বলেছেন গায়িকার আপ্ত সহায়ক। নামপ্রকাশে অনিচ্ছুক আপ্ত সহায়কের কথায়, “পবনদীপ কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তাই বাকিদের মতো অরুণিতাও সংবাদমাধ্যম থেকে প্রিয় বন্ধুর শারীরিক অবস্থার খবরাখবর নিচ্ছেন। রেকর্ডিংয়ে ব্যস্ত। তাই এখনও দেখতে যেতে পারেননি।” তিনি আরও যোগ করেন, ব্যস্ততার মধ্যেই বন্ধুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন গায়িকা। পবনদীপ দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা তাঁর।
পবনদীপের পরিবার ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা মানসিক ভাবে পাশেই রয়েছেন গায়কের। তাদের সঙ্গে কি গায়িকার কথা হয়েছে?
আপ্তসহায়কের দাবি, পবনদীপের পরিবার পুরোটা সামলে উঠুক। ধাতস্থ হোক। অরুণিতা তার পর নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই মুহূর্তে তিনি গায়কের পরিবারের সদস্যদের বিরক্ত করতে চাইছেন না।