অভিযুক্ত বিবার

সূত্রের খবর, বুধবার লস অ্যাঞ্জেলেসের হ্যামিলটন ড্রাইভে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বিবারের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ৫৭ বছর বয়সি এক আলোকচিত্রী। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে বিবার ঘটনাস্থলেই ছিলেন এবং আহতের শুশ্রূষার চেষ্টা করছিলেন।

Advertisement
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ১২:৩০
Share:

জাস্টিন বিবার।

ফের অভিযোগের তির জাস্টিন বিবারের দিকে। আবারও গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার অভিযোগ তাঁর বিরুদ্ধে।

Advertisement

সূত্রের খবর, বুধবার লস অ্যাঞ্জেলেসের হ্যামিলটন ড্রাইভে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বিবারের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ৫৭ বছর বয়সি এক আলোকচিত্রী। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে বিবার ঘটনাস্থলেই ছিলেন এবং আহতের শুশ্রূষার চেষ্টা করছিলেন। তিনি পুলিশের সঙ্গে সহযোগিতাও করেছেন। পরে অবশ্য বিবারকে ছেড়ে দেয় পুলিশ।

বিবারকে নিয়ে বিতর্ক কম হয়নি। কখনও তিনি কৃষ্ণাঙ্গদের ‘নিগার’ বলে সম্বোধন করেছেন, কখনও প্রতিবেশীর বাড়িতে ডিম ছুড়ে জিনিসপত্র নষ্ট করেছেন, আবার কখনও কনসার্টে এসে ‘লিপ সিঙ্ক’-কাণ্ডেও জড়িয়ে পড়েছেন। সম্প্রতি ‘দুর্ব্যবহার’-এর জন্য চিনে প্রবেশ নিষিদ্ধ হয়েছে তাঁর। তবে পুলিশের সঙ্গে সহযোগিতা করায় এ যাত্রায় বোধহয় রক্ষা পেলেন বিবার!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement