Udit Narayan Kissing Controversy

উদিত চুমু খেয়ে বেশ করেছেন, আহা রে, আমার সঙ্গেও যদি এমন ঘটে! বললেন কবীর সুমন

“উদিত চুমু খেয়ে এমন কিছু মহাভারত অশুদ্ধ করেননি। তিনি তো আর যুদ্ধ বাধাননি!” দাবি সুমনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২
Share:

উদিত নারায়ণকে সমর্থন জানালেন কবীর সুমন। ছবি: সংগৃহীত।

উদিত নারায়ণ মহা কাণ্ড ঘটিয়েছেন। এক অনুরাগিণী নিজস্বী তোলার পরই চুম্বন করেছিলেন প্রিয় গায়কের গালে। পাল্টা তাঁর ঠোঁটেই ঠোঁট বসিয়ে দিয়েছেন উদিত। কবীর সুমন কখনও এ ভাবে কোনও অনুরাগিণীকে চুমু খেয়েছেন? মঞ্চে অনুষ্ঠান করতে করতে? উদিতের ঘটনা জানিয়ে আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল তাঁর কাছে। কবীর সুমনের সাফ জবাব, “উদিত চুমু খেয়ে বেশ করেছেন। শুনে কী যে ভাল লাগছে! চুমু খাওয়ার মতো ভাল বিষয় দুনিয়ায় দু’টি নেই!” তার পরেই শ্বাস ফেলে হালকা আফসোস, কোনও অনুরাগিনী মঞ্চে তাঁকে এ রকম আবদার জানাননি!

Advertisement

উদিতের কাণ্ডে বিনোদন দুনিয়ায় হুলস্থুল। প্রত্যেকে গায়কের এমন আচরণ আতশকাচের তলায় ফেলে বিচার করছেন। এখনও পর্যন্ত প্রায় কেউই তাঁকে সমর্থন জানাননি। উল্টে সমালোচনায় মেতেছেন। সে কথা জানাতেই সুমনের পাল্টা প্রশ্ন, “উদিত কি কোনও খারাপ কাজ করেছেন? তিনি তো যুদ্ধ বাধাননি। চারপাশে যে পরিমাণে হিংসা, হানাহানি— সেখানে এ ভাবে ভালবাসা ছড়িয়ে দিলে যদি পরিস্থিতির উন্নতি হয়।” পাশাপাশি সুমন এ-ও যোগ করেছেন, এখানে একজন পুরুষ যদি অন্য পুরুষকে চুমু খেতেন সেটিও সমর্থন করতেন। এতে তিনি পাপ দেখেন না।

এই প্রসঙ্গে কবীর সুমন তাঁর ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটার আব্বাস আলি বেগের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১০০ রান করেই তিনি গ্যালারিতে থাকা বান্ধবীর ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমু খেয়েছিলেন, যা সেই সময়ের অন্যতম সাড়া ফেলে দেওয়া ঘটনা। তবে বিদেশে নামীদামি শিল্পীর অনুষ্ঠানে এ রকম কোনও ঘটনা ঘটতে দেখেননি ‘গানওয়ালা’। তাঁর কথায়, “শরীর নিয়ে ছুতমার্গ ছিল না এলভিস প্রেসলি বা মাইকেল জ্যাকসনের। কিন্তু তাঁরাও একটা সীমারেখা মানতেন। এ রকম বিপ্লব তাঁরাও ঘটাননি।” সেই জায়গা থেকে উদিতের ‘সাহস’কে কুর্নিশ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement