Health Updates Of Nachiketa Chakraborty

হাসপাতাল থেকে বাড়ি গেলেন নচিকেতা, আগামী সপ্তাহেই মঞ্চে ফিরবেন গায়ক, জানালেন চিকিৎসক

গায়কের পক্ষ থেকে নামপ্রকাশে অনিচ্ছুক চিকিৎসক জানিয়েছেন, ভাল আছেন গায়ক। ধকল সামলে উঠেছেন। তবে শরীরের যত্ন নিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৯
Share:

হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসকদের সঙ্গে নচিকেতা চক্রবর্তী। ছবি: ফেসবুক।

ভাল আছেন নচিকেতা চক্রবর্তী। সুস্থ আছেন তিনি। আনন্দবাজার ডট কম জানিয়েছিল, তিনি শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পাবেন। সেই অনুযায়ী, নির্দিষ্ট দিনেই গায়ক বাড়ির পথে।

Advertisement

তার আগে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন গায়ক। ছবি তোলেন সবাইকে নিয়ে।

গায়কের পক্ষ থেকে নামপ্রকাশে অনিচ্ছুক চিকিৎসক এ দিন আনন্দবাজার ডট কমকে বলেন, “নচিকেতা চক্রবর্তী একদম সুস্থ। ধকল সামলে উঠেছেন। সেই জন্যই ওঁকে হাসপাতালে কয়েক দিন রাখা হয়েছিল, যাতে পূর্ণমাত্রায় বিশ্রাম নিতে পারেন। এখন আর কোনও সমস্যা নেই।” চিকিৎসকের মতে, আগামী সপ্তাহ থেকেই হয়তো মঞ্চে ফিরবেন গায়ক। নচিকেতার ‘ও ডাক্তার’ গানটি জনপ্রিয়। এ বার খুব কাছে থেকে ডাক্তারদের দেখলেন। আগামী দিনে কি শিল্পী গানের পরবর্তী পর্ব আনবেন? গায়ক কথা না বললেও তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পী যদি মনে করেন, তা হলে অবশ্যই হয়তো তাঁর জনপ্রিয় গানের ‘সিক্যুয়েল’ আনবেন।

Advertisement

পাশাপাশি, এ বার থেকে শরীরের বাড়তি যত্নও যে নিতে হবে নচিকেতাকে, সে পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসক জানিয়েছেন, নিয়ম মেনে খাওয়াদাওয়া, বিশ্রাম করতে হবে শিল্পীকে। আপাতত তাঁকে ঘিরে আর কোনও ভয় বা দুশ্চিন্তা নেই। প্রসঙ্গত, চিকিৎসকের কাছে নিয়মমাফিক চিকিৎসা করাতে গিয়েই শারীরিক সমস্যা ধরা পড়ে গায়কের। দেরি না করে সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। প্রিয় নচিকেতা কেমন আছেন, তাঁর চিকিৎসাব্যবস্থা কী হচ্ছে— জানতে হাসপাতালে গায়ককে দেখতে এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement