বাবা হলেন সোহম, ছেলের নাম কী রাখলেন জানেন?

টলিউড জু়ড়ে সেলিব্রেশনের মুড। শ্রাবন্তীর এনগেজমেন্টের পর ফের এল খুশির খবর। বাবা হলেন অভিনেতা সোহম। গত বৃহস্পতিবার শহরের এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহমের স্ত্রী তনয়া। ২০১২-তে তানিয়ার সঙ্গে বিয়ে হয় সোহমের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ১২:১১
Share:

এ বার জীবনে নতুন এপিসোড।— ফাইল চিত্র।

টলিউড জু়ড়ে সেলিব্রেশনের মুড। শ্রাবন্তীর এনগেজমেন্টের পর ফের এল খুশির খবর। বাবা হলেন অভিনেতা সোহম। গত বৃহস্পতিবার শহরের এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহমের স্ত্রী তনয়া। ২০১২-তে তানিয়ার সঙ্গে বিয়ে হয় সোহমের। বাবা হওয়ার খবরে আনন্দে আত্মহারা অভিনেতা ছেলের নাম রেখেছেন সাঁঝ। ছেলেকে প্রথম দেখার পর চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি জানিয়েছেন, মা এবং ছেলে দু’জনেই এখন ভাল আছে। আর ছেলে হওয়ার খবরটা প্রথম ফোন করে বুম্বা মামু অর্থাত্ প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন।

Advertisement

চাইল্ড অ্যাক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ সোহমের। তার পর বড় হয়ে পুরোদস্তুর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন সোহম। সক্রিয় রাজনীতির ময়দানেও তাঁকে দেখেছেন দর্শক। গত বিধানসভা নির্বাচনে ভোটেও দাঁড়িয়েছিলেন। দল জিতলেও তাঁর জয় অধরা থেকে গিয়েছিল। এ বার জীবনে নতুন এপিসোড। সাঁঝকে নিয়ে নতুন এক জার্নি শুরু করতে চলেছেন সোহম।

আরও পড়ুন, বিগ বসে জয়জিত্ ভোট কিনেছে, বিস্ফোরক ঋ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement