টুইঙ্কলের টিপ্পনী

আবার বাবাদের নিয়ে টুইঙ্কলের মন্তব্য, ‘‘মঙ্গল গ্রহে আমাদের মহাকাশযান পৌঁছেছে, কারণ একে বলা হয় ‘মম’। যদি এর নাম ‘ড্যাড’ হতো, আমি নিশ্চিত তা সাফল্য পেত না। রাস্তা হারিয়ে ফেললেও কাউকে জিজ্ঞেস করত না।’’

Advertisement
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০০
Share:

টুইঙ্কল

মিসেস ফানিবোনসের রসবোধের সঙ্গে পরিচিত নন, এমন ব্যক্তি খুঁজে মেলা ভার। করবা চৌথ থেকে স্যানিটরি প্যাডে জিএসটি আরোপের প্রস্তাব, সব বিষয়ে তিনি সমান চাঁচাছোলা, অকপট এবং আক্রমণাত্মক। কর্ণ জোহরকে একহাত নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে টুইঙ্কল খন্না বলেন, ‘‘আমার প্রিয় বন্ধুর ছবিতে করবা চৌথকে বেশ মহিমান্বিত করা হয়। কিন্তু আমার মনে হয় না, ৩০৩৩ দেব-দেবী আমাদের প্রার্থনা শুনছেন। মৃত্যুহারের নিরিখে ভারতের স্থান তো ১৪৭ নম্বরে। মহিলাদের বলছি, এই নিয়ম পালন বন্ধ করুন। এতে কোনও ফল মিলছে না, বোঝাই যাচ্ছে।’’

Advertisement

বোটক্স ট্রেন্ড নিয়ে অক্ষয়-পত্নীর পর্যবেক্ষণ, ‘‘এতে কারও বয়স কম দেখায় না। বরং মনে হয়, কোনও ভিন গ্রহের প্রাণী মনুষ্য সমাজে জায়গা পাওয়ার চেষ্টা করছে।’’

আবার বাবাদের নিয়ে টুইঙ্কলের মন্তব্য, ‘‘মঙ্গল গ্রহে আমাদের মহাকাশযান পৌঁছেছে, কারণ একে বলা হয় ‘মম’। যদি এর নাম ‘ড্যাড’ হতো, আমি নিশ্চিত তা সাফল্য পেত না। রাস্তা হারিয়ে ফেললেও কাউকে জিজ্ঞেস করত না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন