সলমন ভক্তদের থেকে ১০০০ ধর্ষণের হুমকি পেলেন সোনা মহাপাত্র!

সলমন খানের ধর্ষণ মন্তব্যের বিরোধিতা করায় এ বার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল গায়িকা সোনা মহাপাত্রকে। গত কয়েকদিন ধরে তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ তো করা হচ্ছিল। তাঁকে ‘সতী সাবিত্রী’ বলেও বিদ্রুপ করেন এক সলমন ভক্ত। এ বার বেশ কয়েক ধাপ এগিয়ে ধর্ষণের হুমকিও দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ১০:৪০
Share:

সলমন খানের ধর্ষণ মন্তব্যের বিরোধিতা করায় এ বার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল গায়িকা সোনা মহাপাত্রকে।
গত কয়েকদিন ধরে তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ তো করা হচ্ছিল। তাঁকে ‘সতী সাবিত্রী’ বলেও বিদ্রুপ করেন এক সলমন ভক্ত। এ বার বেশ কয়েক ধাপ এগিয়ে ধর্ষণের হুমকিও দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়! সোনা অবশ্য এর পাল্টা প্রতিবাদ করেছেন। তিনি টুইটারে লেখেন, “গত ৪৮ ঘণ্টায় আমি অশ্লিল ছবি-সহ প্রায় ১০০০টি ধর্ষণের হুমকি পেয়েছি। তাঁর (সলমনের) সমর্থকদের এ হেন প্রতিক্রিয়ার পরও তিনি চুপ, এই ঘটনায় আমি স্তম্ভিত! সলমন আপনার সমস্ত ভক্তরা আমাকে যে ধরনের হুমকি দিচ্ছে তাতে নিশ্চই আপনি নিজেকে প্রকৃত হিরো মনে করছেন!” এর পর তিনি আরও কড়া ভাষায় বলেন, “কে আমার কাজ বন্ধ করবে! সলমন? সেই প্রতিভাবান খুনি? ও কেন, কেউই আমার কাজ বন্ধ করতে পারবে না।”
সলমনের বিতর্কিত মন্তব্য নিয়ে সারা দেশে শোরগোল চলছে। বলিউডের বেশির ভাগ তারকাই অবশ্য হয় এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। হাতে গোনা কয়েক জন তারকা যাঁরা এগিয়ে এসে প্রতিবাদে সামিল হয়েছেন তাঁদের মধ্যে সোনা মহাপাত্র একজন। যদিও সলমন নিজে এখনও এ ব্যপারে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি আপাতত ব্যস্ত আইফায়।

Advertisement

আরও পড়ুন...
সলমনকে নিয়ে মুখ খোলায় ভক্তদের তুলোধোনা গায়িকা সোনা মহাপাত্রকে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement