মাধুরীর চেয়ে অনেক ভাল সোনম: সলমন

নিঃসন্দেহে এটা কানে গেলে খারাপ লাগবে মাধুরী দীক্ষিতের! কিন্তু, কী আর করা! সলমন খান নিজেই যে বলছেন, মাধুরী দীক্ষিতের চেয়ে ঢের ভাল অভিনয় করেন সোনম কপূর!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ১১:৫৩
Share:

‘প্রেম রতন ধন পায়ো’-তে সোনম আর সলমন।

নিঃসন্দেহে এটা কানে গেলে খারাপ লাগবে মাধুরী দীক্ষিতের! কিন্তু, কী আর করা! সলমন খান নিজেই যে বলছেন, মাধুরী দীক্ষিতের চেয়ে ঢের ভাল অভিনয় করেন সোনম কপূর!

Advertisement

খামোখা কেন মাধুরীকে নিয়ে এ রকম কথা বলতে গেলেন সলমন? তাঁর আর মাধুরীর জুটির রসায়নই তো বক্স অফিসে হিট করিয়েছিল সূর্য বরজাতিয়ার ‘হম আপকে হ্যায় কৌন’! তা হলে? দু’জনের সম্পর্ক কি ইদানীং খারাপ হয়েছে? এটা ঠিকই, আজকাল আর খান শিবিরের কারও সঙ্গেই কাজ করেন না মাধুরী! বেছে বেছে সই করেন এমন ছবিতে, যেখানে পুরো আলোটাই থাকবে তাঁর নিজের উপর! সেটাই কি সলমনের খারাপ লাগার কারণ?

দেখুন গ্যালারি: সলমনের ‘রাজশ্রী’ রোমান্স

Advertisement

ঠিক তা নয়! সলমন তুলনাটা টেনেছেন রাজশ্রী ফিল্মস্-এর ঘরোয়া নায়িকাদের নিয়ে! রাজশ্রী ফিল্মস্-এর পারিবারিক ছবিতে ভাগ্যশ্রী, মাধুরী, সোনালি বেন্দ্রে হয়ে এ বারে সোনম কপূরের সঙ্গে কাজ করলেন তিনি! তার মধ্যে, মাধুরীর সঙ্গে রসায়নটা কিংবদন্তি! অতএব, তুলনা তো আসবেই!

‘হম আপকে হ্যায় কৌন’-এ মাধুরী আর সলমন।

আর তুলনা আসতেই সপাট মন্তব্য করলেন সলমন, “ছবিটা দেখুন! হম আপকে হ্যায় কৌন-এর নেশায় মজে থাকবেন না! এটা তার চেয়েও ভাল হয়েছে। এমন কী, সোনম কপূরও এই ছবিতে বেশি ভাল করেছে মাধুরীর থেকে! খুব খেটেছে মেয়েটা, আপনাদের ওকে মাধুরীর থেকেও ভাল লাগবেই!”

কী ভাবছেন? এটা ছবির প্রচারের একটা কৌশল? অস্বাভাবিক নয়! শিল্পী মানুষ তো, হতেই পারে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement