নিলামে উঠছে শ্রীদেবীর আঁকা সোনমের এই ছবি

তাঁর প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র একটি গানের দৃশ্যে সোনম নীল পোশাক পরেছিলেন। সেই আদলেই সোনমের ছবি এঁকেছিলেন শ্রী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ০২:০৬
Share:

শিল্পী: শ্রীদেবীর আঁকা সোনম কপূরের প্রতিকৃতি। ছবি: টুইটার।

মোহিত মারোয়ার বিয়ের পরেই দুবই থেকে মুম্বই ফিরে এসেছিলেন কপূর পরিবারের সকলে। থেকে গিয়েছিলেন শুধু শ্রীদেবী। কারণ কয়েক দিন বাদেই দুবাইতেই তাঁর আঁকা বেশ কয়েকটি ছবির নিলাম হওয়ার কথা।

Advertisement

অবসর সময়ে ছবি আঁকতে খুব ভালবাসতেন অভিনেত্রী। তাঁর আঁকা যে সব ছবি নিলামে উঠছে, তার মধ্যে রয়েছে সোনম কপূরের একটি ছবি। তাঁর প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র একটি গানের দৃশ্যে সোনম নীল পোশাক পরেছিলেন। সেই আদলেই সোনমের ছবি এঁকেছিলেন শ্রী।

গত কালই শ্রীদেবীর শেষকৃত্যের পরেই নায়িকার টুইটার হ্যান্ডল থেকে বনি কপূর একটি দীর্ঘ টুইট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘এখন আমাদের দুই মেয়ে, জাহ্নবী ও খুশির দেখাশোনা করাই আমার প্রথম কাজ। স্ত্রী, বন্ধু ও মেয়েদের মাকে হারিয়েছি আমি।’’

Advertisement

এই দুঃসময়ে তাঁর প্রথম পক্ষের দুই সন্তান, অর্জুন ও অংশুলাকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে বনি লিখেছেন, ‘‘তোমরাই এখন খুশি, জাহ্নবী ও আমার শক্তির উৎস।’’ জনসাধারণ ও সংবাদমাধ্যমের কাছে ‘একটু একা থাকতে দেওয়ার’ আর্জি জানিয়ে বনি লিখেছেন, ‘‘দুঃখটা নিতান্তই একটা ব্যক্তিগত অনুভূতি। শ্রীকে ছাড়া কী করে আমরা বাকি জীবনটা কাটাব, তা আমাদেরই নিজেদেরই খুঁজে বার করতে হবে। সেই সুযোগটুকু আমাদের দিন।’’

‘সদমা’তে শ্রীদেবীর সহ-অভিনেতা কমল হাসন একটি তামিল পত্রিকায় লিখেছেন, ‘‘সিনেমার দর্শকদের কাছে কমল হাসন-শ্রীদেবী ছিল এক দারুণ রোম্যান্টিক জুটি। বিয়েতে বর-বউকে দেখে লোকে বলত— ঠিক কমল-শ্রীর মতো। কিন্তু আমরা আসলে ঠিক ভাইবোনের মতো ছিলাম। আমাদের কথা বলার ভঙ্গি, হাঁটা-চলা, এমনকী অভিনয়তেও খুব মিল ছিল। শ্রীদেবী আমার ছোট বোন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন