Entertainment News

‘মেহফিল’ সিঙ্গার বলায় চটলেন সোনু

দীর্ঘদিন ধরেই বলিউডি গানের জগতে সোনু নিগম একটা প্রতিষ্ঠান। শুধু বলিউড নয়। হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। ফলে তাঁর দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলার জায়গাও নেই। কিন্তু সোনুকেই ‘মেহফিল’ সিঙ্গার বলে কটাক্ষ করল মুম্বইয়ের একটি প্রথম শ্রেণির পত্রিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১৬:৫৫
Share:

দীর্ঘদিন ধরেই বলিউডি গানের জগতে সোনু নিগম একটা প্রতিষ্ঠান। শুধু বলিউড নয়। হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। ফলে তাঁর দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলার জায়গাও নেই। কিন্তু সোনুকেই ‘মেহফিল’ সিঙ্গার বলে কটাক্ষ করল মুম্বইয়ের একটি প্রথম শ্রেণির পত্রিকা। এমনকী সেই পত্রিকার দাবি, এখন কিছু নির্দিষ্ট পার্টি ছাড়া আর কোথাও গান গাওয়ার ডাক পান না তিনি। আর এতেই বেজায় চটেছেন সোনু।

Advertisement

টুইটারে সেই পত্রিকাকে আক্রমণ করে তিনি লেখেন, ‘‘আমি জানি আমার সম্বন্ধে আপনারা বড় কিছু ভাবেন না। কিন্তু দয়া করে আমার কেরিয়ার নিয়ে কোনও উপসংহারে পৌঁছে যাবেন না।’ এই বিষয় নিয়ে এখন জোর আলোচনা চলছে ইন্ডাস্ট্রিতে। একটা বড় অংশ, গোটা ঘটনায় সোনুকেই সমর্থন করছেন।

আরও পড়ুন, কাজলের অনুপস্থিতিতে নোংরা মন্তব্য করেছিলেন কর্ণ?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement