Hollywood Update

বিচ্ছেদের মাস ঘোরার আগেই ফের রঙিন সোফি! জলকেলিতে কার সঙ্গী হলেন অভিনেত্রী?

গত ৬ সেপ্টেম্বর বিচ্ছেদ ঘোষণা করেন পপ তারকা জো জোনাস এবং অভিনেত্রী সোফি টার্নার। চার বছরের দাম্পত্যজীবনে ইতি টানছেন তাঁরা, সমাজমাধ্যমের পাতায় জানান জো এবং সোফি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৬
Share:

সোফি টার্নার। ছবি: সংগৃহীত।

২০১৬ থেকে ২০২৩। তিন বছরের প্রেম। তার পরে চার বছরের দাম্পত্য জীবন। সম্প্রতি ভাঙন ধরেছে সাত বছরের সেই সম্পর্কে। সংসার ভেঙে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন ‘জোনাস ব্রাদার্স’ খ্যাত জো জোনাস এবং ‘গেম অফ থ্রোন্‌স’-এর তারকা সোফি টার্নার। চার বছর আগে এক বার নয়, দু’বার একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জো এবং সোফি। চার বছরের মাথায় ভাঙল ‘জোফি’-র সংসার। খবর, সম্পর্কে তিক্ততার কারণেই নাকি বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জো। সমাজমাধ্যমের পাতায় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জো ও সোফি জানান, ‘‘চার বছরের সুখী দাম্পত্যজীবনের পর আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিচ্ছেদ কী কারণে হয়েছে, তা নিয়ে বাজারে অনেক কানাঘুষো চলছে। আমরা আমাদের তরফে জানাতে চাই, অনেক ভেবেচিন্তে যৌথ ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’ বিচ্ছেদের ঘোষণার সপ্তাহখানেকের মাথায় অনুষ্ঠানের মঞ্চে গান গাইতে গাইতে জো-কে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। তবে জোয়ের সঙ্গে বিচ্ছেদের পর সোফির জীবন যেন আরও রঙিন। বিদেশের সমুদ্রসৈকতে অন্য এক পুরুষকে চুম্বন করলেন সোফি।

Advertisement

ইংল্যান্ডে একটি প্রজেক্টের কাজ শেষ করে আপাতত স্পেনে অন্য এক কাজে ব্যস্ত রয়েছেন ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত তারকা সোফি। সেখানে ‘জোন’ নামে এক সিরিজ়ের জন্য শুট করছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজের ‘লুক’ও বদলে ফেলেছেন সোফি। সেই কাজের সূত্রেই সমুদ্রসৈকতে দেখা গেল সোফিকে। জলকেলি করতে করতে তাঁকে চুম্বনও করলেন অভিনেত্রী। তবে সবটাই কাজের খাতিরে।

অন্য দিকে, আপাতত আমেরিকার বিভিন্ন জায়গায় কনসার্ট ট্যুরে ব্যস্ত ‘জোনাস ব্রাদার্স’। সেই ট্যুরের এক কনসার্টে সোফিকে মনে করে লেখা ‘হেজ়িটেট’ গানটি গাইতে গিয়ে মঞ্চেই অঝোরে কেঁদে ফেলেন জো। সোফির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়ে এই গান লিখেছিলেন তিনি। জীবনে চলার পথে কখনও তাঁর হাত ছাড়বেন না, সোফির উদ্দেশে লিখেছিলেন জো। বিচ্ছেদের সিদ্ধান্তে ভেঙেছে সেই প্রতিশ্রুতিও। অনুরাগীদের ধারণা, সে কথা মনে করেই চোখের জল বাধ মানেনি জোয়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement