Soumitra Chatterjee

সৌমিত্রর মোমমূর্তি গড়ে তাক লাগিয়ে দিলেন ভাস্কর সুশান্ত রায়

মাত্র ৪৫ দিনে শেষ করেন মোম মূর্তি। প্রদর্শনের জন্য দেন আসানসোলেরই বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। গত শনিবার থেকে সর্বসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয় মূর্তিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ২১:৫১
Share:

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোম মূ্র্তি

হঠাৎ দেখলে চমক লাগতে পারে। লাল সিল্কের পাঞ্জাবি আর তসর রঙা উত্তরীয় নিয়ে বই হাতে দাঁড়িয়ে তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়। যেন এখনই পাতাটা খুলে পড়তে শুরু করবেন। আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে গত চার দিন ধরে এ ভাবেই দাঁড়িয়ে সদ্য প্রয়াত অভিনেতার মোম মূর্তি।
যা দেখতে রীতিমতো ভিড় করছেন উৎসাহী মানুষজন।

Advertisement


মূর্তিটি গড়েছেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। কিছুদিন আগে সুশান্ত সিংহ রাজপুতেরও মূর্তি গড়েছিলেন তিনি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মূর্তি গড়ার পরিকল্পনা তিনি করছেন গত পাঁচ বছর ধরেই। নানা কারণে কাজে হাত দেওয়া হয়ে উঠছিল না। কিন্তু, অভিনেতার মৃত্যুর পর তড়িঘড়ি কাজ শুরু করে দেন শিল্পী।মাত্র ৪৫ দিনে শেষ করেন মোম মূর্তি। প্রদর্শনের জন্য দেন আসানসোলেরই বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। গত শনিবার থেকে সর্বসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয় মূর্তিটি। উদ্বোধনে করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।

আরও পড়ুন : বড়দিনের বিনোদন, নেটফ্লিক্সে হিন্দি, ইংরেজি ছবিতে উদযাপন
ভাস্কর সুশান্ত রায়ের কাজের প্রশংসা এর আগে করেছিলেন ফুটবলার দিয়েগো মারাদোনা। ২০০৮ সালে মাত্র ১২ দিনে তিনি তৈরি করেছিলেন মারাদোনার মূর্তি। কাকতালীয়ভাবে সুশান্ত, সৌমিত্র ও মারাদোনা তিন ব্যাক্তিত্বই এ বছরই প্রয়াত হয়েছেন।

Advertisement

আরও পড়ুন :গোটা দিন দেব-মনামী-মিঠুন, কেমন কাটালেন তিন মূর্তি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন