Sourav Ganguly In New TV Show

একই চ্যানেলে ভাগাভাগি করে ‘দাদাগিরি’ও করব, ‘বিগ বস্‌’-এও থাকব: সিলমোহর দিলেন সৌরভ

আনন্দবাজার ডট কমের কাছে প্রথম মুখ খুললেন ‘মহারাজ’। জানালেন, জি বাংলায় আর তাঁকে দেখা যাবে না। তা হলে কোন চ্যানেলে তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৮
Share:

দুই ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দাদাগিরি’ও করবেন, ‘বিগ বস্‌’-ও! অনেক দিন ধরে এ নিয়ে চর্চা চলছিল। প্রথম আনন্দবাজার ডট কমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। বললেন, “জি বাংলায় আর দেখা যাবে না আমাকে। এ বার আমি স্টার জলসার। ওখানেই ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস্‌’ দুটো রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করব।”

Advertisement

একই চ্যানেলে দুটো শো একসঙ্গে সামলাবেন কী করে? প্রসঙ্গত, জি বাংলা তাঁকে প্রথম সঞ্চালকের ভূমিকায় এনেছিল। ১০ বছর পরে কেনই বা তিনি সেই চ্যানেলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করলেন?

‘দাদা’র কথায়, “‘দাদাগিরি’র ধরন বদলাতে চলেছে। স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠান অন্য রকম ভাবে পরিবেশন করতে চান তাঁরা। পাশাপাশি, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্‌’-ও আনতে চান। তার সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুবই ভাল লাগে। সেই জন্যই রাজি হয়ে গেলাম।” জানিয়েছেন, ১৭ দিন করে এক একটি শো হবে। মোট ৩৪ দিন তিনি দুটো শো-তে সময় দেবেন। চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, জুলাই মাসে শুরু হবে দুটো অনুষ্ঠান। চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে সৌরভের সঙ্গে।

Advertisement

সঞ্চালনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ অতীতে ফিরে গিয়েছেন। বলেছেন, “দাদাগিরি’র প্রথম সিজ়ন করার পর ভেবেছিলাম, পরের সিজ়নে আর আমায় ডাকবে না। আমার দ্বারা হবে না। সেই সময় মা ভরসা দিয়েছিলেন। আমিও চেষ্টা করেছি নিজেকে যতটা ঘষেমেজে তৈরি করা যায়। দর্শক ভালবেসেছেন। ওঁরা আমার শো দেখার জন্য উদ্‌গ্রীব— এই বিষয়টিই আমায় পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করেছে। রেটিং চার্টে যখন দেখতাম, আমার রিয়্যালিটি শো ভাল ফল করছে, কী যে আনন্দ হত!”

শুধুমাত্র এক চ্যানেলে একসঙ্গে দু’টি রিয়্যালিটি শো-ই নয়, সৌরভ রেকর্ড গড়ছেন আরও দু’টি বিষয়ে। স্টার জলসা থেকে দু’টি শো-এর জন্য ‘মহারাজা’ রাজকীয় পারিশ্রমিকই পেতে চলেছেন। যা বাংলার বিনোদন দুনিয়ার কোনও খ্যাতনামী এর আগে পাননি। দুই, এই মুহূর্তে তিনি ৪৮টি বিজ্ঞাপনী বিপণির মুখ! বিনোদন থেকে খেলা— দেশের সমস্ত তারকার তুলনায় তিনি এই দিক থেকেও এগিয়ে।

এখানেও ৫০ পূর্ণ করবেন? প্রশ্ন শুনে হেসে ফেলেছেন তিনি। সৌরভের মতে, বিজ্ঞাপনী দুনিয়ায় রাজত্ব করবেন, এমন ভাবনা কোনও দিনই ছিল না তাঁর। তাই বিষয়টি নিয়ে তিনি ভাবছেন না। “কাজের নেশায় কাজ করে যাচ্ছি। ভাল কাজ করার খিদে প্রবল এখনও। ঈশ্বর সহায় থাকলে এটাও হয়তো পূর্ণ হয়ে যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement