Entertainment News

‘দাদাগিরিতে শেষ দেখা, বিশ্বাস করতে পারছি না’

হতভম্ব সৌরভ টুইট করেন, ‘কয়েক মাস আগেই আমার শো-এ দেখা হয়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। শ্রীদেবীজির খবরটা শুনে শকড…।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৫
Share:

২০১৭-এর জুনে দাদাগিরির মঞ্চে শ্রীদেবী এবং সৌরভ। — ফাইল চিত্র।

জুন, ২০১৭। পরনে চওড়া লাল পেড়ে সাদা গরদ, কানে ঝুমকো, গলা ভরা কুন্দনের হার, দু’হাতে কুন্দনের বালা, খোঁপায় জুঁই ফুলের মালা। লাল টিপ। লাল ঠোঁট। ঠিক এ ভাবেই ‘মম’-এর প্রচারে ‘দাদাগিরি’র সেটে হাজির হয়েছিলেন শ্রীদেবী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেটাই তাঁর শেষ দেখা। রবিবার অভিনেত্রীর আচমকা মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছেন না সৌরভ।

Advertisement

হতভম্ব সৌরভ টুইট করেন, ‘কয়েক মাস আগেই আমার শো-এ দেখা হয়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। শ্রীদেবীজির খবরটা শুনে শকড…।’

সে সময় সৌরভ প্রশ্ন করেছিলেন, ঋষি কপূর না জিতেন্দ্র না অমিতাভ বচ্চন, নাচের সময়ে কার সঙ্গে সবচেয়ে ভাল টিউনিং ছিল? শ্রীদেবী উত্তর দিয়েছিলেন, ‘‘প্রত্যেক অভিনেতার নিজস্ব ভঙ্গি আছে। এক এক জনের সঙ্গে রসায়নটাও তাই এক এক রকম। তবে প্রথম দিকের অমিতাভের চেয়ে পরে যখন ‘খুদা গাওয়া’র অমিতাভ বচ্চনকে দেখেছি, মনে হয়েছে প্রতিটি ছবির সঙ্গে তিনি আরও বেশি পরিণত হয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন দেখুন মৃত্যুর আগে বিয়েবাড়িতে শ্রীদেবীর শেষ ভিডিও

আরও পড়ুন দেখুন মৃত্যুর আগে বিয়েবাড়িতে শ্রীদেবীর শেষ ভিডিও ’

আরও পড়ুন দেখুন মৃত্যুর আগে বিয়েবাড়িতে শ্রীদেবীর শেষ ভিডিও

অনেকের মতোই সৌরভ জানতে চেয়েছিলেন, ‘‘আপনি তো ক্লাসিকাল ডান্সে প্রশিক্ষণ নিয়েছেন।’’ সৌরভকে সংশোধন করে শ্রীদেবী বলেছিলেন, ‘‘সকলেই ভাবেন, আমি শাস্ত্রীয় নৃত্যে শিক্ষা নিয়েছি। এটা ভুল। যেটুকু ক্লাসিকাল নাচ জানি তা একদমই ছবিতে কাজ করতে করতেই শেখা।’’

আরও পড়ুন, শোকস্তব্ধ শ্রী-হীন বলিউড

শ্রী-র অভিনয় জীবনের পঞ্চাশ বছর পূর্তিতে ওই অনুষ্ঠানেই কেক নিয়ে হাজির হয়েছিলেন তাঁর স্বামী প্রযোজক বনি কপূর। নিজের হাতে সৌরভকে কেকও খাইয়ে দিয়েছিলেন নায়িকা।

আরও পড়ুন, ‘জানি না কেন ঈশ্বর এত নিষ্ঠুর হলেন? ’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন