টলিসংসারে নতুন অতিথি

অনেকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল। শেষমেষ গত রবিবার দিল্লিতে অশোকা হোটেলে সৃজিত মুখোপাধ্যায়ের জাতীয় পুরষ্কার পাওয়ার সময় সবার সামনে এলেন তিনি। দেবপ্রিয়া বসু। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বান্ধবী। এমনিতে সৃজিতের গার্লফ্রেন্ড কে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে সব সময়ই আলোচনা চলতে থাকে। অবশেষে সেই গু়ঞ্জনকে থামালেন নিজেই। ‘‘প্রিয়াকে অনেকদিন ধরেই চিনি।

Advertisement
শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০১:৪৫
Share:

অনেকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল। শেষমেষ গত রবিবার দিল্লিতে অশোকা হোটেলে সৃজিত মুখোপাধ্যায়ের জাতীয় পুরষ্কার পাওয়ার সময় সবার সামনে এলেন তিনি।

Advertisement

দেবপ্রিয়া বসু। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বান্ধবী। এমনিতে সৃজিতের গার্লফ্রেন্ড কে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে সব সময়ই আলোচনা চলতে থাকে। অবশেষে সেই গু়ঞ্জনকে থামালেন নিজেই।

‘‘প্রিয়াকে অনেকদিন ধরেই চিনি। ইনফ্যাক্ট বহু বছর ধরেই ও আমার বেস্টফ্রেন্ড। প্রেসিডেন্সি কলেজ থেকে আলাপ। প্রায় ১৯ বছরের বন্ধুত্ব। তারপর আমি জেএনইউ চলে যাই। ও দিল্লি স্কুল অব ইকোনমিক্স-এ। তারপর লন্ডনে চাকরি করত,’’ বলছেন সৃজিত।

Advertisement

তা সৃজিতের বান্ধবীকে নিয়ে কী বলছেন আর এক জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক? ‘‘সৃজিত পরিচালক হিসেবে ভারতের সবচেয়ে বড় পুরষ্কারটা পেল। আমি চাই ব্যক্তিগত জীবনেও যেন সেরা পুরষ্কারটাই পায়। এতদিন সিনেমা সামলেছে, এ বার আমাদের মতো সিনেমা-পরিবার দু’টোই সামলাক। তবে সৃজিতের যে সাঙ্ঘাতিক মহিলা ফ্যানফলোয়িং আছে সেটা বিয়ের পর কমে কি না— সেটাই দেখার। তবে সৃজিত বলল বিয়ের খবর অ্যানাউন্স করতে ও আনন্দplus-এই টাইটানিকের পোজে এক্সক্লুসিভ ছবি দেবে,’’ হাসতে হাসতে জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

এই খবর যে আরও পাকবে, তা বলাই বাহুল্য। যদি কিছু হয়, তা হলে আনন্দplus-এই প্রথম জানতে পারবেন।

সৃজিত মুখোপাধ্যায়-এর বান্ধবী। নাম দেবপ্রিয়া বসু।

এ বার তোকে আদর চোখে: বান্ধবীর সঙ্গে। আমাদের আমাদের মতো থাকতে দাও: বান্ধবী। মা। সৃজিত।

ছবি: ইন্দ্রনীল রায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement