Entertainment News

‘মেয়েরা আমার একটা জিনিস একেবারেই পছন্দ করে না’

অভিনেত্রী হিসেবে শ্রীদেবী দর্শকদের কাছে তুমুল প্রশংসা পান ঠিকই। কিন্তু বাড়িতে তাঁর একটি বিশেষ জিনিস প্রিয়জনদের ঘোর অপচ্ছন্দের। বিশেষত মায়ের ওই বিশেষ জিনিসটি একেবারেই পছন্দ করেন না তাঁর দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। আর তা একাধিকবার জানিয়েছেন নায়িকাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ১৪:৩৪
Share:

অভিনেত্রী হিসেবে শ্রীদেবী দর্শকদের কাছে তুমুল প্রশংসা পান ঠিকই। কিন্তু বাড়িতে তাঁর একটি বিশেষ জিনিস প্রিয়জনদের ঘোর অপচ্ছন্দের। বিশেষত মায়ের ওই বিশেষ জিনিসটি একেবারেই পছন্দ করেন না তাঁর দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। আর তা একাধিকবার জানিয়েছেন নায়িকাকে। কী সেই বিশেষ জিনিস? এতদিনে তা শেয়ার করেছেন খোদ শ্রীদেবী।

Advertisement

আরও পড়ুন, ‘বাহুবলী ২’-এর এই শিশুটি কে জানেন?

সম্প্রতি আসন্ন ছবি ‘মম’-এ প্রচারে একটি রিয়ালিটি শো-তে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানে তিনি বলেন, ‘‘মেয়েরা আমার গলার আওয়াজটা একেবারেই পছন্দ করে না। ঘুমোতে যাওয়ার সময় ওদের গল্প বললে কোনওদিন ঘুমোতে চাইত না। আরও গল্প শুনতে চাইত। কিন্তু যখনই ঘুমপাড়ানি গান গাইতাম তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। কারণ আমার গলাটা ওদের এতটাই খারাপ বলে মনে হত যে, ওরা চাইত না, আমি আবার গান গাই। ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ওরা নিজেরাই মুক্তি পেত।’’

Advertisement

দুই মেয়ের সঙ্গে শ্রীদেবী।

শ্রীদেবী শেয়ার করেছেন, মেয়েদের কাছে তিনি বন্ধু। তাই ছোট থেকেই কোনওদিন তাঁর কথার অবাধ্য হয়নি তারা। যেখানে ছেলে-মেয়েদের জাঙ্ক ফুড খেতে নিষেধ করেন বাবা-মায়েরা। সেখানে তাঁর দুই মেয়ে নাকি নিজেরাই এ সব খেতে চায় না। বরং শ্রীদেবী নিজে মেয়েদের মাঝেমধ্যে বাইরের খাবার খেতে নিয়ে যেতে চান। তাঁর কথায়, ‘‘মা ছাড়া যেমন একটি মেয়ে অসম্পূর্ণ, তেমনই অসম্পূর্ণ মাতৃত্ব ছাড়াও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement