ট্রামে চড়ে বিদেশিনীকে কলকাতা চেনাবেন শাহরুখ!

কলকাতা, ট্রাম, নস্টালজিয়া আর শাহরুখ খান। এই সব ক’টা ফ্যাক্টরই এখন সমান দাঁড়িপাল্লায়। কেন জানেন? কারণ পশ্চিমবঙ্গের ট্যুরিজিম ক্যাম্পেনের নতুন মুখ এখন বলিউড বাদশা। পর্যটন দফতরের মুখ্যসচিব এ আর বর্ধন জানিয়েছেন, ‘‘বিজ্ঞাপনটিতে এক বিদেশিনীকে কলকাতা চেনাবেন শাহরুখ।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩০
Share:

কলকাতা, ট্রাম, নস্টালজিয়া আর শাহরুখ খান। এই সব ক’টা ফ্যাক্টরই এখন সমান দাঁড়িপাল্লায়। কেন জানেন? কারণ পশ্চিমবঙ্গের ট্যুরিজিম ক্যাম্পেনের নতুন মুখ এখন বলিউড বাদশা। পর্যটন দফতরের মুখ্যসচিব এ আর বর্ধন জানিয়েছেন, ‘‘বিজ্ঞাপনটিতে এক বিদেশিনীকে কলকাতা চেনাবেন শাহরুখ।’’ আগামী মার্চ থেকেই রূপোলি পর্দায় দেখানো হবে বাংলার পর্যটন প্রচারের জন্য নির্মিত বিজ্ঞাপনটি। সারা দেশে একমাত্র কলকাতাতেই ট্রাম চলে। তাই প্রচারের জন্য ট্রামকেই মাধ্যম করা হয়েছে।

Advertisement

সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন দফতর ‘বিউটিফুল বেঙ্গল’ বা ‘সুন্দর বাংলা’ এবং ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল-সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’ নামে বেশ কয়েকটি বাংলার পর্যটন শিল্পের বিজ্ঞাপণী প্রচার চালাচ্ছে। পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন পর্যটন এলাকা নিয়ে এরকম আরও ৮-১০ টি বিজ্ঞাপন তৈরি করা হবে।

৪৫ সেকেন্ডের প্রতিটি বিজ্ঞাপনে থাকবে ৮-১০ টি করে ক্লিপ। সে গুলিতে বাংলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র যেমন, কলকাতা, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, দার্জিলিঙের পাহাড়, সুন্দরবন, ডুর্য়াসের জঙ্গল, চা-বাগান, এ সবই তুলে ধরা হবে।

Advertisement

আরও পড়ুন

বউয়ের সঙ্গে লুকিয়ে প্রেম করলেন শাহরুখ?

বলি স্টারদের নানান সংস্কার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন