Sudipa Chatterjee

হিন্দি ভাষায় নতুন রান্নার শো, প্রথম পর্ব প্রকাশ্যে আসতেই শুরু সমালোচনা

এখনও ‘রান্নাঘরের সুদীপা’ নামেই সবাই তাঁকে চেনেন। অনেক দিন হল নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। নিয়মিত বিভিন্ন রান্নার ভিডিয়ো পোস্ট করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৩:০৯
Share:

অনুষ্ঠানের প্রথম পর্বেই নেতিবাচক মন্তব্য পড়ে আর চুপ থাকতে পারেননি সুদীপা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। কখনও সাজপোশাকের জন্য, কখনও তাঁর বক্তব্যে। আবার ভিডিয়ো তৈরি করেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সুদীপা চট্টোপাধ্যায়। এখনও ‘রান্নাঘরের সুদীপা’ নামেই সবাই তাঁকে চেনেন। অনেক দিন হল নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। নিয়মিত বিভিন্ন রান্নার ভিডিয়ো পোস্ট করেন। এত দিন বাংলাতেই রান্নার ভিডিয়ো পোস্ট করছিলেন। কিন্তু এ বার থেকে হিন্দিতেও বিভিন্ন রান্নার ভিডিয়ো পোস্ট করবেন তিনি। সুদীপাকে হিন্দি ভাষায় সঞ্চালনা করতে দেখবেন দর্শক। হিন্দি ভাষার এমন এক রান্নার ভিডিয়ো পোস্ট করতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সুদীপা।

Advertisement

তাঁর মুখে হিন্দি ভাষা শুনেই একের পর এক কটাক্ষের বাণ। বাংলার বাইরের প্রতিটি মানুষের কাছে নিজের রান্নাকে পৌঁছে দেওয়ার জন্যই হিন্দি ভাষায় রান্নার ভিডিয়ো তৈরি করার উদ্যোগ তাঁর। সাধারণত বাঙালি রান্নার ভিডিয়ো ইংরেজি ভাষা বা বাংলা ভাষাতেই দেখা যায়। তিনি হিন্দিতে শুরু করলেন।

এর মধ্যেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। তাঁর প্রথম পর্বেই নেতিবাচক মন্তব্যের পাহাড়। যা পড়ে আর চুপ থাকতে পারেননি সুদীপা। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে সুদীপা বলেন, “অনেকেই খারাপ মন্তব্য করছেন। আমার গা-সওয়া হয়ে গিয়েছে। যাঁরা বিহারে বাস করেন তাঁদের হিন্দি আর উত্তরপ্রদেশের হিন্দি বলার কায়দা কি সমান? আমি বাঙালি, সেই ভাবেই হিন্দি বলব। তাতে যে যা বলে বলুক আমি কোনও পাত্তা দিতেই চাই না।”

Advertisement

সুদীপার ভিডিয়োয় এক জন মন্তব্য করেছেন, “আপনি কাঁচা হিন্দি বলার থেকে বাংলায় বলুন।” এই লেখা পড়েই তেলেবেগুনে জ্বলে ওঠেন সুদীপা। উত্তর দিতে ছাড়েননি তিনি। লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তখন তাঁর হিন্দি উচ্চারণের দোষত্রুটি ধরতে যায়নি কেউ। কারণ তাঁদের উদ্দেশ্যটা ছিল অন্য। আপনি মূল বিষয়টি দেখুন। না ভাল লাগলে বিদায় হোন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement