গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২০০৩ সালে সঞ্জয় কপূরের সঙ্গে বিয়ে হয় করিশ্মা কপূরের। তাঁদের প্রথম সন্তান সামাইরার জন্ম ২০০৫ এবং দ্বিতীয় সন্তান কিয়ানের জন্ম ২০১১ সালে। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ২০১৭ সালে প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। প্রিয়ার আগের বিয়ে থেকে এক কন্যাসন্তান ছিল— সাফিরা। পরে সঞ্জয় ও প্রিয়ার এক পুত্রসন্তানের জন্ম হয়, নাম অ্যাজ়ারিয়াস। এক পুরনো সাক্ষাৎকারে সকলের মধ্যে কেমন সম্পর্ক, তা নিয়ে কথা বলেন প্রিয়া। এমনকি, করিশ্মার সঙ্গে প্রিয়ার সমীকরণ কেমন, জানালেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী।
করিশ্মা ও সঞ্জয়ের বিচ্ছেদটা তিক্ততায় শেষ হয়। বিস্তর কাদা ছোড়াছুড়ি হয় দু’পক্ষের মধ্যে। করিশ্মার বাবা রণধীরের নাকি প্রথম থেকেই অপছন্দ ছিল সঞ্জয়কে। কেবলমাত্র মেয়ের জন্য বিয়েতে সম্মতি দেন। সঞ্জয়ের উপর একসময়ে তাঁকে নিলামে তোলার অভিযোগ আনেন করিশ্মা। যদিও বিচ্ছেদের পর অবশ্য একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁকে। করিশ্মা সম্পর্কে প্রিয়া বলেন, ‘‘আমার সন্তানেরাই আমাদের বাড়ির অনুষ্ঠানে করিশ্মাকে ডাকতে বলে। আমাদের পরিবারের সেই একতা আছে। আমি কখনওই করিশ্মাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগিনি। কারণ, আমি জানি আমার সঙ্গে আমার সঙ্গে স্বামীর সমীকরণ কেমন। আমরা একাধিক বার একসঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছি।’’ শুধু করিশ্মা নয়, তাঁর দুই সন্তানকেও বাবার থেকে বিচ্ছিন্ন করেননি প্রিয়া। তিনি বলেন, ‘‘দুই কন্যাই (সামাইরা ও সাফিরা) পরস্পরের খুব ঘনিষ্ঠ। আমার ছোট ছেলে অ্যাজ়ারিয়াস আবার কিয়ানদাদার বড় ভক্ত। সামাইরা ও কিয়ান দু’জনই ভাঙা পরিবারের। তাই ওরা দু’জনই খুব আবেগপ্রবণ।” সন্তানদের জন্যই গোটা পরিবার এক সুতোয় বাঁধা রয়েছে বলে জানান প্রিয়া।