Entertainment News

শিলিগুড়িতে কী করলেন সানি লিওন...

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ওই বিখ্যাত গানের সঙ্গে পা মেলাচ্ছেন সানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৭:০৩
Share:

শিলিগুড়িতে সানি লিওন।

‘ও লড়কি আঁখ মারে…’। চলতি সিনেমার খবর রাখেন, অথচ এ গান শোনেননি— সেটা বোধহয় সম্ভব নয়। ২০১৮-র শেষে মুক্তি পেয়েছিল রণবীর সিংহ এবং সারা আলি খান অভিনীত ‘সিম্বা’। পরিচালক রোহিত শেট্টি সে ছবিতেই ব্যবহার করেছেন এই গান। আর তার পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বহু মানুষ এ গানের সঙ্গে নেচে ভিডিয়ো আপলোড করেছেন। বাদ যাননি সেলেবরাও। এ বার সেই তালিকায় যোগ হল সানি লিওনের নাম।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে শিলিগুড়ির চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ওই বিখ্যাত গানের সঙ্গে পা মেলাচ্ছেন সানি। সঙ্গী তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে মেরে স্বপ্নে’ ছবিতে প্রথম ব্যবহার হয়েছিল এই গান। আরশাদ ওয়ারসি এবং সিমরান বাগ্গা অভিনীত ওই ছবিতে এই গান এত জনপ্রিয়তা পায়নি। ‘সিম্বা’য় রিমিক্সের পর ভাইরাল হয়ে যায় এই গান। ছবিতে এই গানে নাচতে দেখা গিয়েছে আরশাদ, তুষার কপূর, শ্রেয়স তালপাড়ে, কুণাল খেমুর মতো তারকাদের।

Advertisement

আরও পড়ুন, বিমানে মিমির পাশে আসন, পাল্টে দিতে বললেন অঙ্কুশ!

Thanks everyone 18million!! Woohoo! Time to dance and celebrate with @dirrty99 Love all 18 million of you! 😘

A post shared by Sunny Leone (@sunnyleone) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement