Entertainment News

সানি তো অভিনেতা নয়, কে বললেন এ কথা?

এই মুহূর্তে সানির হাতে কোনও সিনেমা নেই। বেশ কিছু চিত্রনাট্য পড়েছেন তিনি। কিন্তু পছন্দ না হওয়ায় নাকি সই করেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৩:৫০
Share:

সানি লিওন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে যাওয়ার পর বেশ কিছু ছবিতে অভিনয় করে ধীরে ধীরে পায়ের তলার জমি শক্ত করেছেন সানি লিওন। কিন্তু সানি নাকি একেবারেই অভিনয় করতে পারেন না। যেটুকু অনস্ক্রিন দেখা গিয়েছে, তার পিছনে প্রচুর পরিশ্রম রয়েছে পরিচালকদের। এ হেন তথ্য প্রকাশ্যে আনলেন ‘জিসম ২’-এর পরিচালক পূজা ভট্ট।

Advertisement

ওই ছবিতে সানিকে কাস্ট করেছিলেন পূজা। তাঁর কথায়, ‘‘সত্যি বলতে, সানি তো অভিনেতা নয়, ফলে ও যে পারফরম্যান্স দিয়েছিল তার পিছনে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। প্রত্যেকটা হিন্দি লাইন ওকে বুঝে বুঝে পড়তে হত। ও নিজেও প্রচুর পরিশ্রম করেছিল।’’

এই মুহূর্তে সানির হাতে কোনও সিনেমা নেই। বেশ কিছু চিত্রনাট্য পড়েছেন তিনি। কিন্তু পছন্দ না হওয়ায় নাকি সই করেননি। নিজস্ব কসমেটিক্স ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে অভিনেত্রীর। পাশাপাশি তিন সন্তানকে সময় দিচ্ছেন সানি।

Advertisement

আরও পড়ুন, ‘বাংলা সিনেমা দেখি না,বাঙালি হিসেবে বলাটা খুব লজ্জার’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement