Entertainment News

সানি লিওনের এই ভিডিও দেখলে আপনি ভয় পেতে পারেন!

ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন নায়িকা। লিখেছেন, ‘‘সেটে দারুণ উপভোগ করছি প্রস্থেটিক কিট...’’। ভিডিও ক্লিপটিতে সানিকে দাখ যাচ্ছে বাঁহাতে তাঁর গালের চামড়া জোড়া দিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৬
Share:

হঠাৎ কী হল সানি লিওনের? ছবি: সানির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

আগামী ছবির আগে রোজই প্রায় নতুন নতুন চমক নিয়ে হাজির সানি লিওন। কয়েক দিন আগে মুখে নীল তৈলাক্ত কিছু একটা মেখে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ছবিটা দেখে প্রথমে সানিকে চেনাই যায়নি। 😎

Advertisement

😎

আরও পড়ুন, দেখুন, রিয়ার রিসেপশনের অ্যালবাম

Advertisement

আরও পড়ুন, উইকএন্ড পর(দা)চর্চা

এ বার আরও এক পরত রহস্য বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন নায়িকা। লিখেছেন, ‘‘সেটে দারুণ উপভোগ করছি প্রস্থেটিক কিট...’’। ভিডিও ক্লিপটিতে সানিকে দাখ যাচ্ছে বাঁহাতে তাঁর গালের চামড়া জোড়া দিতে! চামড়া সরিয়ে আবার দেখাচ্ছেন গালে রক্ত লেগে রয়েছে তাঁর!

!!

!!

কিন্তু কী ভাবে এমন অবস্থা হল নায়িকার? তবে কি কোনও হরর ফিল্মের শুটিং করছেন অভিনেত্রী?

না, সে কথা অবশ্য নিজেই জানিয়েছেন সানি। আপাতত কোনও হরর প্রজেক্ট হাতে নেই তাঁর। তবে এই ভিডিও ক্লিপ যে ছবির কোনও একটি চরিত্রের জন্যই সে কথাও জানিয়েছেন তিনি। তবে ছবির নাম এখনই জানাতে চান না নায়িকা।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সানির এই নয়া অবতার নাকি তাঁর আগামী ছবি ‘তেরা ইনতেজার’-এর জন্যে। ছবিতে আরবাজ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সানি। ছবিটি নভেম্বরে মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement