রণবীরের সঙ্গে এক ফ্রেমে সানি?

‘রইস’-এ আইটেম নাম্বারে কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ টিম ‘রইস’। ঠিক তার পর পরই ‘ফুড্ডু’-তে আরও একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের সুযোগ পেলেন তিনি। তিনি সানি লিওন। এই মুহূর্তে বি-টাউনের সেনসেশনের অন্য নাম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ১২:০২
Share:

ছবির শুটিংয়ে সানি।— ফাইল চিত্র।

‘রইস’-এ আইটেম নাম্বারে কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ টিম ‘রইস’। ঠিক তার পর পরই ‘ফুড্ডু’-তে আরও একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের সুযোগ পেলেন তিনি।

Advertisement

তিনি সানি লিওন। এই মুহূর্তে বি-টাউনের সেনসেশনের অন্য নাম।

পরিচালক সুনীল সুব্রমণির ছবি ‘ফুড্ডু’-তে অভিনয় করছেন রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফ। জানা গিয়েছে, এটি একটি জমাটি প্রেমের গল্প। কিন্তু সানির উপস্থিতি বেশ নজরকাড়া হবে। যে গানের সঙ্গে সানি নাচবেন, সেটার শুরুতে ক্যাট-রণবীরের গলায় কবিতাও শোনা যাবে। আপাতত অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর-ক্যাটরিনা কিছুদিনের মধ্যেই এই ছবির শুটিং শুরু করবেন। ঘনিষ্ঠ মহলে সানি জানিয়েছেন, ‘ফুড্ডু’ তাঁর কাছে বলি মহলের নেক্সট ট্রামকার্ড।

Advertisement

আরও পড়ুন

ঠিক রাত দশটায় আপনাকে ফোনে গল্প শোনাবেন সানি!

ড্যানিয়েলের সঙ্গে হট ফটোশুটে সানি লিওন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন