Entertainment News

সোনাক্ষীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সানি!

নায়কদের সঙ্গে রোমান্স করতে পর্দায় তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু নায়িকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার রেকর্ড এখনও অবধি নেই সানির ঝুলিতে। তবে এ বার এই তালিকাতেও নাম ওঠাতে চলেছেন সানি লিওন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ১৩:৩৩
Share:

নায়কদের সঙ্গে রোমান্স করতে পর্দায় তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু নায়িকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার রেকর্ড এখনও অবধি নেই সানির ঝুলিতে। তবে এ বার এই তালিকাতেও নাম ওঠাতে চলেছেন সানি লিওন। খুব শীঘ্রই তাঁকে বড় পর্দায় দেখা যাবে সোনাক্ষী সিনহার সঙ্গে।

Advertisement

আগামী বছর মুক্তি পাবে সুনীল সিপ্পির ‘নূর’। ছবিতে এক পাকিস্তানি সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। সোনাক্ষী ছাড়াও ‘নূর’-এ দেখা যাবে করন গিল, শিবানী দান্ডেকর এবং পূরব কোহলিকে। আর অবশ্যই থাকছেন সানি লিওন। তবে সানিকে একটি ছোট ক্যামিও চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। ছবিটি সাবা ইমতিয়াজের লেখা ‘করাচি ইউ আর কিলিং মি’ উপন্যাস থেকে অনুপ্রাণীত।

তবে বড় পর্দায় দুই নায়িকার যুগল ম্যাজিক দেখতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে ২০১৭-র ৭ এপ্রিল পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন: আরবাজ খানকে কেন খুঁজছেন সানি লিওন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement