বলিউডি ছবিতে গান গাইবেন সুরেশ রায়না!

বাইশ গজে আগেই সাফল্য পেয়েছেন তিনি। এ বার গায়ক হিসাবেও সাফল্য পেতে চান। তিনি সুরেশ রায়না। জেইসান কুয়াদ্রির প্রথম ছবি ‘মেরুথিয়া গ্যাংস্টার্স’এ গায়ক হিসাবে হাতেখড়ি হবে সুরেশের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৬
Share:

বাইশ গজে আগেই সাফল্য পেয়েছেন তিনি। এ বার গায়ক হিসাবেও সাফল্য পেতে চান। তিনি সুরেশ রায়না। জেইসান কুয়াদ্রির প্রথম ছবি ‘মেরুথিয়া গ্যাংস্টার্স’এ গায়ক হিসাবে হাতেখড়ি হবে সুরেশের।

Advertisement

‘গ্যাংস অফ ওয়াসিরপুর’এর অন্যতম চিত্রনাট্যকার হিসাবে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেইসান। তিনি এ বার নিজেই পরিচালকের আসনে। সেই ছবির গানেই সুরেশের গলা ব্যবহার করতে চান তিনি। এ বিষয়ে সুরেশ জানিয়েছেন, ‘‘মুম্বইয়ে গানের রেকর্ডিং হবে। আমার পুরনো দিনের হিন্দি গান খুব ভাল লাগে। সে জন্যই এই সুরেলা গানটি গাইতে রাজি হলাম। তবে এ ধরনের কাজ আমি প্রথমবার করছি।’’

পরিচালক জানিয়েছেন, অনেক দিন ধরেই সুরেশকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা ছিল তাঁর। এত দিন সেই সুযোগ হয়নি। পাশাপাশি সুরেশ এই প্রস্তাবে রাজি হওয়ায় তিনি কৃতজ্ঞ। আপাতত গায়ক হিসাবে সুরেশ কেমন পারফর্ম করেন সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement