Bollywood

‘অ্যায় দিল... ’য়ের সঙ্গে মিলে যাওয়ায় পিছিয়ে যাচ্ছে ‘তাকাদুম’য়ের শুটিং?

বলিউডে কি আরও একটা ‘অ্যায় দিল... ’ দেখা যাবে? তেমনটাই জল্পনা। না! এখনই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ পার্ট-২ বানাচ্ছেন না কর্ণ জোহর। তেমন কোনও পরিকল্পনাও নেই তাঁর। তবে বলিউডে জোর জল্পনা, সুশান্ত সিংহ রাজপুত-পরিণীতি চোপড়ার পরের ফিল্ম ‘তাকাদুম’এ বেশ খানিকটা ছায়া ফেলেছে ‘অ্যায় দিল... ’। সত্যি কি তা-ই?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ১১:৫১
Share:

বলিউডে কি আরও একটা ‘অ্যায় দিল... ’ দেখা যাবে? তেমনটাই জল্পনা। না! এখনই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ পার্ট-২ বানাচ্ছেন না কর্ণ জোহর। তেমন কোনও পরিকল্পনাও নেই তাঁর। তবে বলিউডে জোর জল্পনা, সুশান্ত সিংহ রাজপুত-পরিণীতি চোপড়ার পরের ফিল্ম ‘তাকাদুম’এ বেশ খানিকটা ছায়া ফেলেছে ‘অ্যায় দিল... ’। সত্যি কি তা-ই?

Advertisement

‘তাকাদুম’য়ের পরিচালক হোমি আদাজানিয়া অবশ্য সে জল্পনা উড়িয়ে দিয়েছেন। সুশান্ত-পরিণীতির মাখোমাখো রোম্যান্সে ভরপুর থাকলেও তা নাকি আর একটা ‘অ্যায় দিল... ’ নয়। তা হলে ফিল্মের শুটিং পিছিয়ে বছরের শেষে ঠেলা হল কেন? এ বারেও বেশ ডিফেন্সিভ ‘ককটেল’, ‘ফাইন্ডিং ফ্যানি’র ডিরেক্টর। হোমি বলেন, “আসলে কী হয়েছে জানেন তো, ইউনিটের সকলেই ভেবে দেখলাম, ফিল্মের অ্যাঙ্গেলটা একটু ঠিকঠাক করতে হবে। বিশেষ করে স্ক্রিপ্টে বেশ কিছু রদবদল প্রয়োজন। ওই সব ছোটখাটো রদবদল করা শেষ হলেই শুটিং শুরু করব।”

ফলে আপাতত আশায় বুক বাঁধুন। কারণ এখনই ‘শুদ্ধ দেশি রোম্যান্সে’র নায়ক, নায়িকার রসালো রসায়ন চাক্ষুষ করতে পারবেন না।

Advertisement

আরও পড়ুন...
মধ্য রাতে প্রায়ই মালাইকার কাছে যাচ্ছেন অর্জুন কপূর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement