Sushmita Sen Marriage

অনেক প্রেমিক, বিয়ে করতে যাচ্ছিলেন ভুল মানুষকে! কী ভাবে স্বস্তি পেলেন সুস্মিতা সেন?

বিয়ে না হওয়ায় কোনও আক্ষেপ নেই সুস্মিতার। বরং ভুল মানুষের সঙ্গে বিয়ে হতে হতে বেঁচে গিয়েছেন, তা ভেবে স্বস্তি অনুভব করেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৩
Share:

অভিনেত্রী সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত।

পঞ্চাশ ছুঁইছুঁই বয়স, এখনও অবিবাহিত সুস্মিতা সেন। মাত্র ১৮ বছর বয়সে ব্রহ্মাণ্ডসুন্দরীর তকমা পেয়েছিলেন, সেখান থেকেই অভিষেক ছবির দুনিয়ায়। বলিউডে কাজ করতে করতে সিদ্ধান্ত নিয়েছিলেন মা হওয়ার। মাত্র ২৪ বছরেই একাকী মায়ের সব দায়িত্ব পালন করেছেন। তাঁর জীবন অনেকের কাছেই অনুপ্রেরণা।

Advertisement

সেই জীবনে যেমন সাফল্য দেখেছেন তেমনই ব্যর্থতাও দেখতে হয়েছে। একাধিক বার মন দিয়েছেন, মন ভেঙেছেও বহু বার। কিন্তু সুস্মিতা ঠিক আর পাঁচ জনের মতো চেনা পথের পথিক নন। তিনি ভিড়ের মাঝেও আলাদা।

অনেকেরই কৌতূহল, কেন বিয়ে করেননি সুস্মিতা! সম্প্রতি অভিনেত্রী নিজেই জানান, তিনি বিয়ে করতে চাইলেও দুই মেয়ে আর চায় না। বিয়ে না হওয়ায় কোনও আক্ষেপ নেই তাঁর। বরং ভুল মানুষের সঙ্গে বিয়ে হতে হতেও যে হয়নি, বেঁচে গিয়েছেন তিনি, এ কথা ভেবেই নাকি স্বস্তি পান তিনি।

Advertisement

রুপোলি দুনিয়া বা তার বাইরের একাধিক নামীদামি ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কখনও রণদীপ হুডা, কখনও মুম্বইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, কখনও ললিত মোদী, আবার কখনও তাঁর চেয়ে বয়সে অনেক ছোট রোহমান শলকে জড়িয়ে তাঁর ব্যক্তিগত জীবন উঠে এসেছে আলোচনায়।

সুস্মিতা বিয়ে করেননি কাউকেই। এই মুহূর্তে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে তাঁর সংসার। বিয়ের কথা যে কখনওই ভাবেননি তেমন না। পুরানো এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, একবার তাঁর বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল কিন্তু মানুষটি সঠিক ছিলেন না। ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন সম্পর্ক থেকে। সুস্মিতার কথায়, ‘‘আপনি যত বেশি সম্পর্কে থাকবেন, তত বেশি আপনার সম্পর্কের বিকাশ ঘটবে। আমি অনেক বার ভালোবেসেছি, ভালবাসা হারিয়েছি।’’ কিন্তু কে ছিলেন তাঁর সেই প্রেমিক, যাঁর সঙ্গে বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল? সে বিষয়ে কোনও উচ্চবাচ্য করেননি। বরং সুস্মিতা জানান, তাঁর জীবনে যে পুরুষেরা ছিলেন সকলেই অসাধারণ, কিন্তু তাঁরা তাঁর জন্য যথাযথ ছিলেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement