ছবি: সংগৃহীত।
নিজের লাগামছাড়া মন্তব্যের জন্য নাকি আগের মতো কাজের সুযোগ পান না, এ কথা স্বরা ভাস্কর নিজেই জানিয়েছিলেন। তবু থামতে নারাজ অভিনেত্রী। সম্প্রতি যৌনতা প্রসঙ্গে করা তাঁর মন্তব্যে হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। অভিনেত্রী জানান, প্রতিটি মানুষই উভকামী। স্বরার মতে, প্রত্যেক মানুষই উভয় লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে। তিনি এ-ও জানান, অভিনেত্রী নিজেই অখিলেশ যাদবের স্ত্রী সাংসদ ডিম্পল যাদবকে পছন্দ করেন। অভিনেত্রী নিজে বিবাহিতা, কন্যাসন্তানের মা। তার পরও অন্য নারীর প্রতি ভাললাগার কথা নির্ভীক ভাবে জানালেন কী করে? সেই নিয়ে কটাক্ষ সমালোচনায় মুখর নেটপাড়া। এ বার পাল্টা জবাব দিলেন স্বরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরা বলেন, “মানুষকে নিজেদের মতো ছেড়ে দিলে দেখা যাবে প্রত্যেকেই উভকামী। শুধু বিপরীত লিঙ্গের প্রতি যৌন আকর্ষণকে আদর্শের মতো করে দেখা হয়, যা হাজার হাজার বছর ধরে মেনে আসা হচ্ছে।” স্বরার মতে, বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হলে তবেই মানবজাতি বংশবিস্তারের মাধ্যমে এগিয়ে যেতে পারবে। এই একটি মাত্র কারণেই বিপরীত লিঙ্গের সঙ্গে যৌনতাকে মান্যতা দেওয়া হয়। সেই সময়ই ডিম্পলের প্রতি ভাললাগার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তার পরই নিন্দা সমালোচনার ঝড়। এ বার নিজের এক্স হ্যান্ডেলের বায়োতে অভিনেত্রী নিজের পরিচিতি বিবরণীতে লেখেন, ‘‘মহিলাদের প্রতি আসক্ত যাঁরা তাঁদের আইনজীবী, আমি হলাম ‘ঝামেলার রানি’। যা কিছু মহাজাগতিক সব আমার দিকে যেন ধেয়ে আসে।’’ আসলে স্বরা নিজের মন্তব্যে অটল থেকে যে একচুলও নড়ছেন না সেই দিকটাই ফের স্পষ্ট করলেন।