Swara Bhasker

সাধারণতন্ত্র দিবস নিয়ে মন্তব্যের পরেই স্থায়ী ভাবে বাতিল এক্স হ্যান্ডল! ক্ষোভে ফুঁসছেন স্বরা

দু’দিন আগেই সাধারণতন্ত্র দিবস নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের বিরুদ্ধে স্বত্বাধিকার সংক্রান্ত অভিযোগ আসে এক্স-এর তরফ থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৯:২৬
Share:

স্বরার এক্স হ্যান্ডল বাতিল। ছবি: সংগৃহীত।

বাতিল হয়ে গেল স্বরা ভাস্করের এক্স হ্যান্ডল। অভিনেত্রী সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয়। রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে নানা পোস্ট করে থাকেন। দু’দিন আগেই সাধারণতন্ত্র দিবস নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের বিরুদ্ধে স্বত্বাধিকার সংক্রান্ত অভিযোগ আসে এক্স-এর তরফ থেকে। তার পরেই তাঁর এক্স হ্যান্ডল বাতিল হয়ে গেল।

Advertisement

এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন স্বরা। অভিনেত্রী লিখেছেন, “প্রিয় এক্স, আমার পোস্ট করা দুটি ছবি বিরুদ্ধে স্বত্বাধিকার লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। তার ফলেই আপনাদের পক্ষ থেকে আমার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমার একটি ছবিতে কমলা রঙের উপর দেবনাগরী ভাষায় লেখা ছিল, ‘গান্ধী হম শরমিন্দা হ্যায়, তেরে কাতিল জ়িন্দা হ্যায়’। এ তো আন্দোলনের অতি পরিচিত স্লোগান। এর মধ্যে স্বত্বাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ কোথা থেকে আসছে।”

দ্বিতীয় ছবিটি ছিল স্বরার মেয়ের। অভিনেত্রী লিখেছেন, “দ্বিতীয় ছবিটি ছিল আমার নিজের কন্যার। ওর মুখ ঢাকা ছিল ইমোজি। হাতে ভারতের জাতীয় পতাকা ছিল। লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এটা কী ভাবে স্বত্বাধিকার লঙ্ঘন হতে পারে?”

Advertisement

ক্ষোভ উগরে দিয়ে স্বরা লিখেছেন, “দুটি অভিযোগই হাস্যকর। এর কোনও যুক্তি নেই। মানুষের ‘রিপোর্ট’-এর দ্বারা যদি এই অভিযোগ আনা হয়ে থাকে, তা হলে বুঝতে হবে হেনস্থা করার উদ্দেশ্য নিয়েই এটা করা হয়েছে।” স্বরার দাবি, তাঁকে হেনস্থা করার জন্যই তাঁর এক্স হ্যান্ডল বাতিল করে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement