Guild-Federation Conflict

ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন পরিচালকেরা, বৈঠক শেষে গিল্ডকে মুছেই দিল ফেডারেশন?

ডিএইআই-এর সভাপতি জানিয়েছেন, মুছে ফেলার চেষ্টা হলেও রাজ্যের শ্রম আইন অনুযায়ী এখনও ফেডারেশনের সঙ্গে পরিচালক গিল্ড যুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৩:১৯
Share:

স্বরূপ বিশ্বাস কি অস্বীকার করছেন নতুন পরিচালক গিল্ডকে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চুপিসারে বড় ঘটনা ঘটে গেল ফেডারেশনের অন্দরে। ৩০ এপ্রিল ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, বিদুলা ভট্টাচার্য, কিংশুক দে। ১৫ মিনিটের একটি ভিডিয়ো বার্তায় প্রত্যেকে গত এক বছর ধরে নতুন পরিচালক গিল্ডের সঙ্গে ফেডারেশনের চলতে থাকা বিরোধ নিয়ে বক্তব্য রাখেন। জানান, পরিচালকেরা সব সময়েই টেকনিশিয়ানদের পাশে ছিলেন, আছেন থাকবেন। তার পরের দিন, পয়লা মে, ডিএইআই (ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া) বা নতুন পরিচালক গিল্ডের সদস্যদের বাদ দিয়ে বৈঠক করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। বিশ্বস্ত সূত্রে খবর, ওই দিন রাতারাতি ফেডারেশনের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয় নতুন পরিচালক গিল্ডকে! নাম মুছে দেওয়া হয় গিল্ডের সভাপতি সুব্রত সেন, সুদেষ্ণা রায়ের। এখানেই শেষ নয়, সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও চেহারা বদলেছে। এত দিন সেখানে সমস্ত গিল্ডের সদস্যরাই মতামত জানাতে পারতেন। বৃহস্পতিবার থেকে সেখানে এক মাত্র লিখতে পারবেন ফেডারেশন সভাপতি!

Advertisement

সত্যিই কি এ রকম কিছু ঘটেছে? বৈঠকে ডাক পায়নি নতুন পরিচালক গিল্ড? হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মুছে দেওয়া হয়েছে গিল্ডের সভাপতি, সম্পাদকের নাম? বিষয়টি সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল স্বরূপের সঙ্গে। তিনি যথারীতি ফোন ধরেননি। সম্পাদক সুদেষ্ণা রায় মুম্বইয়ে। কথা বলেছেন সভাপতি সুব্রত সেন। তিনি বিষয়টি অস্বীকার করেননি। বলেছেন, “পশ্চিমবঙ্গ শ্রম আইন অনুযায়ী আমরা এখনও ফেডারেশনের সদস্য। এখনও ফেডারেশনের সঙ্গে পরিচালক গিল্ড যুক্ত। আমরা মনে করি, পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের কোনও বিরোধ নেই। এই বিরোধ সংগঠিত ভাবে ঘটানোর চেষ্টা হচ্ছে। আমরা এর ঘোর বিরোধী। তাই আদালতে মামলা দায়ের হয়েছে।” তিনি আরও দাবি করেছেন, আমরা বরাবর টেকনিশিয়ানদের সঙ্গে আছি। যে কোনও সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে ওঁদের সঙ্গে লড়ব। যাতে বাংলায় কাজ বাড়ে। একই ভাবে কাজ শুধুমাত্র কারও কুক্ষিগত হয়ে না থাকে।”

সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মুছে দেওয়া হয়েছে নতুন পরিচালক গিল্ডকে। জানা গিয়েছে, আগের মতো আর মতামত জানাতে পারবেন না নাকি বাকি গিল্ডের সদস্যরাও। আগামী দিনে শুধুই যদি স্বরূপ মতামত জানাতে পারেন তা হলে কি টলিউডে একনায়কতন্ত্র চালু হতে চলেছে? এ বিষয়ে কিছুই জানেন না পুরনো পরিচালক গিল্ডের সদস্যরা।

Advertisement

ফেডারেশনের পক্ষ থেকে পয়লা মে-র ডাকা বৈঠকে পুরনো পরিচালক গিল্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শুভম দাস, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল-সহ আরও অনেকে। এ দিনের বৈঠকে কী সিদ্ধান্ত গৃহীত হল? এ প্রসঙ্গে কথা বলেছেন শুভম। তিনি বলেছেন, “অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়ব, স্বরূপদার নেতৃত্বে এ দিন স্বতঃস্ফূর্ত ভাবে শপথ নিয়েছে টলিউড। এ দিন প্রত্যেক গিল্ড থেকেই সদস্যরা যোগ দিয়েছিলেন বৈঠকে। প্রত্যেকের মত, এক জোট হয়ে সকলে অন্যায়ের মোকাবিলা করবেন। আগামীতে বাংলা বিনোদন দুনিয়া যাতে কাজের দিক থেকে কোনও রকম সমস্যায় না পড়ে সে দিকেও নজর থাকবে সকলের।”

বৈঠকের আগামী কর্মসূচি এবং পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া হয়েছিল প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সম্পাদক বাবাইয়ের কাছেও। এ বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি। তাঁর কথায়, “কিছু পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন। মামলা চলছে হাইকোর্টে। ১৯ মে তার শুনানি। তার আগে আমরা কিছুই জানাতে পারব না।” তিনি এ-ও জানান, স্বরূপ এ দিনের বৈঠকে জানিয়েছেন, ফেডারেশন পরিচালকদেরও পাশে। যে কোনও সমস্যার সমাধান করতে প্রস্তুত। পরিচালকদের স্বাধীনতায় হস্তক্ষেপ বা কাজ করতে না দেওয়ার মতো কোনও ভাবনা সংগঠনের সদস্যদের ভাবনায় নেই।

যে ১৫ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ, তাঁদের কয়েক জনের কাজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে। তালিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিত রায়। সদ্য সেই তালিকায় নাম উঠেছে সুদেষ্ণার। সম্প্রতি শোনা গিয়েছে, পরিচালক কিংশুকের নতুন কাজেও নাকি বাধা দেওয়ার চেষ্টা করেছিল ফেডারেশন। একই অভিযোগ বিদুলারও। যাঁরা ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন তাঁদের সঙ্গে কি তা হলে সহযোগিতা করা হবে না? নতুন পরিচালক গিল্ডকে নাকি আগামী দিনে মান্যতা দেবে না ফেডারেশন! জানতে চাইতেই বাবাইয়ের বক্তব্য, যথাসময়ে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement