Swastika Mukherjee

Swastika Mukherjee: কটাক্ষ কিংবা কদর্য ইঙ্গিতে আর মন খারাপ হয় না, এড়িয়ে যেতে শিখেছি: স্বস্তিকা

এক সময়ে ফেসবুক-ইনস্টাগ্রামে তাঁর পোস্ট মানেই কুমন্তব্যের বন্যা। খারাপ লাগত খুব। এখন সে সব এড়িয়ে চলতেই অভ্যস্ত স্বস্তিকা মুখোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৯:০৮
Share:

অপমান উড়িয়ে বাঁচতে শিখেছেন স্বস্তিকা।

কখনও তাঁর ‘সাহসী’ সাজ, কখনও তাঁর চুলের কায়দা, কখনও বা স্বাধীন জীবনযাপন— বার বারই চর্চায় উঠে এসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর একের পর এক পোস্টে কুমন্তব্য, কদর্য ইঙ্গিত কিংবা কটাক্ষের বন্যাও প্রায়শই দেখেছে নেটমাধ্যম। এমনকি কোনও বিষয়ে নিজস্ব মতামত জানালেও উড়ে এসেছে সমালোচনা। যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই স্বস্তিকা এ সব নিয়ে কতটা ভাবেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে এমন নেতিবাচক মনোভাব নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এমন কুমন্তব্যের পাহাড় কি তাঁকে দুঃখ দেয়? নাকি মনের জোরে সে সব উড়িয়ে দেন স্বস্তিকা? জিজ্ঞেস করা হয়েছিল ‘তাসের ঘর’-এর অভিনেত্রীকে।

Advertisement

সোজাসুজি প্রশ্নের একেবারে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন স্বস্তিকা। ইন্ডাস্ট্রিতে বরাবরই যাঁর নাম স্পষ্টবাদীর তালিকায়। অভিনেত্রীর বক্তব্য, ‘‘নেটমাধ্যমে আসার শুরুর দিনগুলোয় এ ধরনের নেতিবাচকতা আঘাত দিত। ভাবতে খারাপ লাগত, মানুষ কী ভাবে বিনা কারণে এমন কদর্য ব্যবহার করেন, কী করে অচেনা এক মহিলার উদ্দেশ্যে অনায়াসে কুমন্তব্য করে দেন। তার পরে এক দিন বুঝলাম, খারাপটাকে এড়িয়ে ভালটুকু বেছে নেওয়া জরুরি। আর কোনটা আমার মনে প্রভাব ফেলবে, তা বেছে নিতে হবে আমাকেই।’’

‘পাতাল লোক’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়া অভিনেত্রীর মতে— কোনটা দেখার, কোনটা বিশ্বাস করার কিংবা কোনটা গুরুত্ব দেওয়ার, তা নিজেকেই ঠিক করতে হয়। নেটমাধ্যমে কে কী মন্তব্য করবে, তা নিয়ন্ত্রণ করার কোনও পথ নেই। তাই এখন আর মন খারাপ হয় না স্বস্তিকার। নিজের পোস্টে ভিড় করা মন্তব্য এড়িয়ে চলতে শিখে গিয়েছেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

আপাতত নিজের নতুন ওটিটি সিরিজ ‘এসকেপ লাইভ’-এর মুক্তির অপেক্ষায় স্বস্তিকা। নিজেই জানিয়েছেন, তাতে এক নির্দয়, স্বার্থান্বেষী রেস্তরাঁ-কর্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন