সলমনের ছবিতে স্ট্যালন?

শোনা যাচ্ছে ‘সুলতান’ ছবিতে নাকি দেখা যেতে পারে সিলেভেস্টার স্ট্যলনকে। জল্পনা যদি সত্যি হয় তবে ভাবতে পারছেন কী হতে চলেছে? একই পর্দায় সলমন-স্ট্যালন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১৮:০২
Share:

কানাঘুষো চলছিল বেশ কিছু দিন ধরেই। বলিউড ছবিতে নাকি আত্মপ্রকাশ করতে চলেছেন সিলভেস্টার স্ট্যালোন। তবে কেউ বিশেষ কান দেননি গুজবে। স্ট্যালোন বলে কথা। তিনি কি আর মুখের কথাতেই রাজি হয়ে যাবেন? তবে এ বার বোধহয় গুজবে একটু আমল দেওয়া যেতেও পারে। শোনা যাচ্ছে ‘সুলতান’ ছবিতে নাকি দেখা যেতে পারে সিলেভেস্টার স্ট্যলনকে। জল্পনা যদি সত্যি হয় তবে ভাবতে পারছেন কী হতে চলেছে? একই পর্দায় সলমন-স্ট্যালন!

Advertisement

ফ্যান সলমনের সঙ্গে টুইটে প্রায়ই কথা বার্তা বলেন স্ট্যালন। টুইটারেই সলমনের সঙ্গে অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। আবার শোনা যাচ্ছে ‘সুলতান’-এর জন্য নাকি স্ট্যালনের কাছে ট্রেনিং নিতে চলেছেন সলমন। এই ছবিতে এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

আগামী বছরের গোড়ার দিকেই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্ম প্রযোজিত, আলি আব্বাস জফর পরিচালিত ‘সুলতান’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement