Entertainment News

তৈমুরের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ! দাবি সইফের

আসলে তৈমুরের বাবা অর্থাত্ সইফ আলি খান দাবি করেছেন, তৈমুরের মধ্যে নাকি রয়েছেন রবীন্দ্রনাথ! বিষয়টি ঠিক কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ১৩:০৬
Share:

তৈমুর আলি খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

জন্মের আগে থেকেই লাইমলাইটে সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শিরোনামে এসেছে ছোটে নবাব। তবে এ বার কারণটা বেশ অদ্ভুত।

Advertisement

আসলে তৈমুরের বাবা অর্থাত্ সইফ আলি খান দাবি করেছেন, তৈমুরের মধ্যে নাকি রয়েছেন রবীন্দ্রনাথ! বিষয়টি ঠিক কী?

সম্প্রতি সইফ সাংবাদিকদের বলেন, ‘‘বংশগত ভাবেই তৈমুরের জিনে রয়েছে অনেক প্রতিভা। ওর মধ্যে কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। কিছুটা রাজ কপূর, কিছুটা মনসুর আলি খান পটৌডী রয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন, ফুকেটে ছুটি কাটাচ্ছেন মন্দিরা, সঙ্গে কে?

সইফ মনে করেন, এই বংশের বংশধর হওয়ার কারণেই তৈমুর প্রথম থেকেই সকলের ফোকাসে। আর তাতে সইফ বা করিনা কেউই আশ্চর্য নন। বরং সব জায়গাতেই যে তৈমুর আকর্ষণের কেন্দ্রে থাকবে এই সহজ সত্যিটা ছোট থেকেই তৈমুরকে বোঝাতে চান তাঁরা।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement