Entertainment News

সব্যসাচীর এক্সক্লুসিভে নজর কাড়লেন সইফ-কন্যা সারা

খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখবেন সইফ আলি খানের মেয়ে সারা আলি খান। প্রথমে শোনা গিয়েছিল, হয়তো হৃতিকের বিপরীতে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ১৫:০৪
Share:

অন্য লুকে সারা।

খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখবেন সইফ আলি খানের মেয়ে সারা আলি খান। প্রথমে শোনা গিয়েছিল, হয়তো হৃতিকের বিপরীতে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, কর্ণ জোহরের ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার ২’-এর হাত ধরেই নাকি বি-টাউনে পা রাখবেন সইফ-কন্যা। মেয়ের ডেবিউ নিয়ে যথেষ্ট খুঁতখুঁতে বাবা সইফ ও মা অমৃতা সিংহও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হয়েছেন সারা। অনেকেই মনে করছেন, বলিউডে অফিসিয়ালি পা দেওয়ার আগে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন সারা।

Advertisement

তবে এ বার সম্পূর্ণ অন্য লুকে সমালোচকদের নজর কাড়লেন তিনি। জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের এক্সক্লুসিভ কালেকশনে নবাবি লুকেই ধরা দিলেন নবাব কন্যা। সম্প্রতি এথনিক লুকে সারা-র ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খোদ ডিজাইনার। সেখানে তাঁর ‘উদয়পুর কালেকশন’-এ দুর্দান্ত লাগছে সারা আলি খানকে।

আরও পড়ুন: ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর আগেই তৈরি হয়েছিল অন্য বাহুবলী ২!

Advertisement

সেখানে ব্রোকেড আর ক্রিস্টার শেটিংয়ের লেহেঙ্গা পরেছেন সারা। সঙ্গে রয়েছে ভিন্টেজ দুপাট্টাও। বোঝাই যাচ্ছে, সব্যসাচীর পরবর্তী ব্রাইডাল কালেকশনের মডেল হওয়ার জন্য তিনি একেবারে তৈরি।

(ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement