Akshay Kumar on National Award criticism

‘চাইলে ফেরত নিন জাতীয় পুরস্কার’

বলিউডে বহু ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবি। ২৬ বছর অভিনয়ের পর অবশেষে প্রথম বার জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার৷

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১১:৫৪
Share:

‘রুস্তম’ ছবিতে অক্ষয় কুমার।

বলিউডে বহু ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবি। ২৬ বছর অভিনয়ের পর অবশেষে প্রথম বার জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার৷ অথচ পুরস্কার পাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা৷ আর সেই সমালোচনা যেন থামতেই চাইছে না। প্রশংসার থেকে যেন বিতর্কই বেশি শুনতে হচ্ছে তাঁকে৷ তাঁর ঝুলিতে অ্যাওয়ার্ডের সংখ্যা নেহাত কম নয়৷ কিন্তু ‘খিলাড়ি’ কুমারকে জাতীয় পুরস্কার দেওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না নিন্দুকরা৷ এ বার তাঁদের কড়া জবাব দিলেন বি-টাউনের ‘রুস্তম’৷ বলে দিলেন, “চাইলে পুরস্কার ফেরত নিয়ে নিন৷”

Advertisement

সেরা অভিনেতা বিভাগে এ বছর অক্ষয় এই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন ‘রুস্তম’ ছবির জন্য। তাতেই বলিউডের এক শ্রেণির সমালোচকদের ভ্রু কুঁচকে যায়। তাঁদের প্রশ্ন, আমির খান কেন পেলেন না? শাহরুখ খানই বা কী দোষ করলেন? রণবীর কপূরই বা নন কেন! অন্য দিকে, ‘আলিগড়’ ছবির জন্য মনোজ বাজপেয়ীকেও বাজি ধরেছিলেন অনেকেই।

আরও পড়ুন: কন্নড় অভিনেতা রাজকুমারের সম্মানে গুগলের ডুডল

Advertisement

এত দিন চুপ করে ছিলেন অক্ষয়। কিন্তু এ বার মুখ খুলেছেন তিনি। সংবাদ মাধ্যমে অক্ষয় বলেছেন, ‘‘২৫ বছর ধরে তিনি দেখে আসছেন, কেউ এই পুরস্কার পেলেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এটা নতুন কিছু নয়। কেউ না কেউ বিতর্ক তৈরি করবেই— ও কেন জিতল, তার তো পাওয়া উচিত ছিল!’’ এখানেই থেমে থাকেননি আক্কি, তিনি বলেন, ‘‘২৬ বছর পর প্রথম জাতীয় সম্মান পেলাম। তা নিয়েও যদি আপত্তি থাকে, তবে ফেরত নিয়ে নিন।’’

ঢাকঢোল না পিটিয়ে নানা সমাজসেবামূলক কাজ করেন অক্ষয়। সেনাবাহিনীর জন্য তাঁর কাজ তো কেন্দ্রীয় স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি স্টান্টম্যানদের জন্য বীমার পরিকল্পনা করেছেন তিনি।

তা হলে কি অক্ষয় এ বার বিবেচিত হতে পারেন পদ্ম সম্মানের জন্য?

বলিউডের খিলাড়ির জবাব, ‘‘এ ধরনের পুরস্কার পেতে বিরাট বড় কাজ করা প্রয়োজন। তা হলেই মানুষের মনে হবে, এই সম্মান আপনিও পাওয়া যোগ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন